কারেন্ট অ্যাফেয়ার্স 18th অক্টোবর 2023 | Bengali Current Affairs 18th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 18th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 18th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 18th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 18th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 18th অক্টোবর 2023 | Bengali Current Affairs 18th October 2023

1. মুম্বাইতে গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2023 এর তৃতীয় সংস্করণ এর ভার্চুয়ালি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2. মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে নিযুক্ত করা হলো।

3. প্রতিবছর 17 ই অক্টোবর International Day for the Eradication of Poverty পালন করা হয়, এবছরের থিম – Decent Work and Social Protection, এছাড়া গত 16 ই অক্টোবর World Anaesthesia Day 2023 পালিত হলো, থিম – Anaesthesia and Cancer Care.

4. প্রথম রাজ্য হিসেবে শ্রমিকদের নূন্যতম মজুরি নিশ্চিতকরণে পদক্ষেপ নিলো ঝাড়খন্ড সরকার।

5. উত্তরপ্রদেশ সরকার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন প্রোগ্রাম ‘Swachch Tyohar, Swasth Tyohar’ লঞ্চ করলো।

6. ভারত এবং ইউকে এর মধ্যে নতুন দিল্লীতে প্রথমবার 2+2 ফরেন এন্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হলো।

7. আহমেদাবাদের পেরি-আরবান অঞ্চলের উন্নতির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $181 মিলিয়ন বিনিয়োগ করলো।

8. FICCI সার্ভে অনুযায়ী 2024 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.3% হতে চলেছে।

9. রিটেইলারদের সশক্তিকরণের জন্য NSDC এবং Coca-Cola ইন্ডিয়া ‘Super Power Retailer Program’ লঞ্চ করলো।

10. প্রখ্যাত মালয়ালাম ফিল্ম প্রোডিউসার পি ভি গঙ্গাধরণ 80 বছর বয়সে প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment