সিয়াল ও সিমার পার্থক্য | Difference Between SIAL And SIMA

Rate this post

সিয়াল ও সিমার পার্থক্য | Difference Between SIAL And SIMA

সিয়াল ও সিমার পার্থক্যগুলি হল নিম্নরূপ-

১)সংজ্ঞা: ভূত্বকের উপরি অংশে লঘু গ্রানাইট জাতীয় আম্লিক শিলা গঠিত স্তরকে সিয়াল বলে।অপরদিকে, ভূত্বকের নিচের অংশে ভারী ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা গঠিত স্তরকে সিমা বলে।

২)উপাদান: সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) এই স্তরের প্রধান উপাদান বলে এর নাম হয়েছে সিয়াল (Sial)। অপরদিকে; সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) এই স্তরের প্রধান উপাদান বলে এর নাম হয়েছে সিমা (Sima)।

৩)বিস্তার: সিয়াল স্তরটি মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। অপরদিকে, সিমা স্তরটি মহাসাগরের নিচে গড়ে 5 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত।

৪)আপেক্ষিক গুরুত্ব: সিয়াল স্তরের আপেক্ষিক গুরুত্ব 2.7-2.9 গ্রাম/ঘনসেমি। অপরদিকে, সিমা স্তরের আপেক্ষিক গুরুত্ব 2.9-3.0 গ্রাম/ঘনসেমি।

৫)ভূমিকম্প তরঙ্গের গতিবেগ: সিয়াল স্তরে ভূমিকম্পের P তরঙ্গের গড় গতিবেগ 6.2কিমি/সেকেন্ড। অপরদিকে সিমা স্তরে ভূমিকম্পের P তরঙ্গের গড় গতিবেগ 7 কিমি/সেকেন্ড।

৬)শিলার প্রকৃতি: সিয়াল মহাদেশীয় শিলার অন্তর্গত। অপরদিকে, সিমা মহাসাগরীয় শিলার অন্তর্গত।

৭)বিযুক্তি রেখার অবস্থান: কনরাড বিযুক্তি রেখার উপরে সিয়াল অবস্থিত। অপরদিকে, কনরাড ও মোহো বিযুক্তি রেখার মাঝে সিমা অবস্থিত।

Leave a Comment