প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো।
প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্যগুলি হলো নিম্নরূপ:
১)সংজ্ঞা-কোন ভাঁজের দুই পার্শ্বস্থ বাহু দুটি যদি সমান কোণে দুই দিকে হেলে থাকে, তাহলে সেই ভাঁজকে প্রতিসম ভাঁজ বলে। অন্যদিকে, কোন ভাঁজের দুই পার্শ্বস্থ বাহু দুটি যদি অসমান কোণে দুই দিকে হেলে থাকে, তাহলে সেই ভাঁজকে অপ্রতিসম ভাঁজ বলে।
২)সৃষ্টির কারণ-ভাঁজের দুই দিকে সংকোচনকারী বল যদি সমান ও বিপরীত মুখী হয়, তাহলে প্রতিসম ভাঁজ সৃষ্টি হয়। অন্যদিকে, অসমান ও উভমুখী সংকোচন কারী বলের প্রভাবে অপ্রতিসম ভাঁজ সৃষ্টি হয়।
৩)প্রকৃতি-প্রতিসম ভাঁজের বাহু দুটির ঢাল বা নতি সমান কোণে অবস্থান করে। অন্যদিকে, অপ্রতিসম ভাঁজের বাহু দুটির ঢাল বা নতি অসমান কোণে অবস্থান করে।
৪)অক্ষতলের অবস্থান-প্রতিসম ভাঁজের অক্ষতল উল্লম্বভাবে অবস্থান করে। অন্যদিকে, অপ্রতিসম ভাঁজের অক্ষতল তির্যক ভাবে অবস্থান করে।
৫)বাহুর দৈর্ঘ্য-প্রতিসম ভাঁজের বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। অন্যদিকে, অপ্রতিসম ভাঁজের বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় না।