মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অঙ্গ

Rate this post

মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অঙ্গ: রোগ/ব্যাধি/অসুস্থতা হল কোন জীবের দেহের (বা মনের) কোনো অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। রোগের বীপরীত বা সুস্বাস্থ্য মানে শুধু নির্দিষ্ট কোন রোগের অভাবই নয়, বরং নীরোগ অটুট ভাল স্বাস্থ্যের সঙ্গে উৎকৃষ্ট জীবনযাপনের অন্য সব উপাদান (যেমন আনন্দময় কর্মসংস্থান, মনঃসংযোগ ইত্যাদি যেগুলিকে কোয়ালিটি অফ লাইফ বা জীবন উৎকর্ষের মাত্রা দ্বারা পরিমাপের চেষ্টা হয়েছে) নিয়েই সুস্বাস্থ্য।

যে ব্যক্তি বা জীব রোগ দ্বারা আক্রান্ত হয়েছে সে হল রোগী বা অসুস্থ। চিকিৎসা শাস্ত্রে নানা রোগের, বাহ্যিক উপসর্গ বা সিম্প্টম এবং রোগ নির্ধারণের লক্ষণ বা সাইন ইত্যাদি দ্বারা রোগ নির্ণয় বা ডায়াগনোসিস, রোগের উৎপত্তির কারণ বা ইটিওলজি, রোগের দ্বারা সংঘটিত দেহবিকার বা প্যাথলজি, রোগনিরাময় বা ট্রিটমেন্ট, ও সুস্থ মানুষের রোগ হওয়া থেকে পরিত্রাণের উপায় বা প্রোফাইল্যাক্সিস, রোগ প্রতিরোধ ইত্যাদি চর্চা হয়ে থাকে। যখন কোন বিশেষ রোগের উপসর্গ কেবল মৃদু, পুরোমাত্রায় হয়নি বা সব উপসর্গের প্রকোপ পূর্ণাঙ্গ মাত্রায় প্রকাশিত হয়নি তখন এই অবস্থাকে বলে সাবক্লিনিকাল রোগ বা ডিজিজ। কোন রোগের কারণ হতে পারে শরীরের বাইরে থেকে আসা সংক্রামক কীটাণু/বীজাণু/জীবাণু অথবা শরীরের ভিতরের কোন কিছুর অভাব (যেমনঃ ভিটামিনের অভাব, ইমিউনিটির অভাব বা ইমিউনোডেফিসিয়েন্সি) অথবা অসংগতি (যেমনঃ অতিপ্রতিক্রিয়া (অ্যালার্জি) বা অস্বাভাবিকতা যেমন অটোইমিউন রোগ (যাতে আমাদের নিজেদের ইমিউনিটি বা অনাক্রম্যতা আমাদেরই শরীরের কোন অংশকে আক্রমণ করে) ইত্যাদি।

রোগ বা অসুস্থতা ব্যাপ্ত অর্থে যে কোন শারীরিক অসুবিধা, বেদনা, দুঃখ বা দুস্থতা বোঝাতে পারে। এই ব্যাপ্ত অর্থের মধ্যে কখোনো কখোনো চোট, আঘাত, পঙ্গুত্ব, বিকলাঙ্গতা, নানা সিনড্রোম, সংক্রমণ, রোগ ব্যতিরেকে কেবল মৃদু উপসর্গ (যেমন সাব ক্লিনিকাল ডিজিজ), অস্বাভাবিক ব্যবহার, অঙ্গসংস্থানিক গাঠনিক পরিবর্তন বা শারীরবৃত্তীয় অস্বাভাবিকতা ইত্যাদিকেও কোনরকম রোগ বলে গণ্য করা যেতে পারে। শারিরীক ছাড়াও মনন, অনুভূতি, ব্যক্তিত্ব ও জীবনযাপনের অনেক কিছুর অসংগতিকেও এর আওতায় ফেলা যেতে পারে। রোগজনিত মৃত্যুকে প্রাকৃতিক কারণ ঘটিত মৃত্যু বলা হয়।

বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গ

নংরোগের নামআক্রান্ত অঙ্গ
অ্যাজমাফুসফুস
আর্থারাইটিসহাড়ের সংযোগস্থল
আলসারপাকস্থলী
একজিমাত্বক
ওটাইটিসকান
কংজাভাইটিসচোখ
কার্ডাইটিসহৃদপিন্ড
কুষ্ঠত্বক
কোভিড-১৯ফুসফুস
১০ক্যাটারাক্টচোখ
১১গয়টার বা গলগন্ডগলা
১২গ্যাস্ট্রিকপাকস্থলী
১৩গ্লুকোমাচোখ
১৪গ্লোসিটিসজিভ
১৫জন্ডিসযকৃত
১৬টনসিলাইটিসগলা
১৭টাইফয়েডঅন্ত্র
১৮টিউবারকিউলোসিস বা যক্ষ্মাফুসফুস
১৯ট্রাকোমাচোখ
২০ডায়াবেটিসঅগ্নাশয়, রক্ত
২১ডিপথেরিয়াগলা
২২নিউমোনিয়াফুসফুস
২৩পাইরিয়াদাঁত ও মাড়ি
২৪পোলিওপা
২৫প্যারালাইসিসস্নায়ুতন্ত্র
২৬প্লিউরাইসিফুসফুস
২৭ব্রঙ্কাইটিসফুসফুস
২৮মায়োপিয়াচোখ
২৯মেনিনজাইটিসমস্তিষ্ক
৩০ম্যালেরিয়াপ্লীহা
৩১রিউম্যাটিজমঅস্থি সন্ধি
৩২রিকেটঅস্থি বা হাড়
৩৩লিউকোমিয়ারক্ত
৩৪সাইনুসাইটিসমুখের হাড়
৩৫স্কার্ভিদাঁত
৩৬হিমোফিলিয়ারক্ত
৩৭হেপাটাইটিসযকৃত

Leave a Comment