ভারতের পরিবেশ আইন – Environmental Laws of India

Rate this post

ভারতের পরিবেশ আইন – Environmental Laws of India: ভারতে পরিবেশ আইন পরিবেশ সুরক্ষা অধিনিয়ম, ১৯৮৬ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এই অধিনিয়মটি পরিচালনা করে কেন্দ্রীয় দূষণ রোধ বোর্ড এবং অন্যান্য প্রদেশের দূষণ রোধ বোর্ড। এটি ছাড়াও পরিবেশের বিভিন্ন উপাদান বিশেষকরে পানি, বাতাস, বন প্রভৃতিকে রক্ষার জন্য আলাদা আলাদা আইন রয়েছে।

ভারতের পরিবেশ আইন – Environmental Laws of India

NOপরিবেশ আইনসাল
সর্বভারতীয় হাতি সংরক্ষণ আইন১৮৭৯
ভারতীয় বনভূমি আইন১৯২৭
পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন১৯৫৯
ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন১৯৭১
ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন১৯৭২
ভারতীয় নগর ও দেশ পরিকল্পনা আইন১৯৭৯
ভারতীয় বনভূমি রক্ষা আইন১৯৮০
ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রণ আইন১৯৮১
ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন১৯৮১
১০দুর্যোগ ও বর্জ্য নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা আইন১৯৮১
১১পশ্চিমবঙ্গ অরণ্য আইন১৯৮২
১২ভারতীয় পরিবেশ রক্ষা আইন১৯৮৬
১৩গঙ্গা পরিকল্পনা১৯৮৬
১৪ন্যাশনাল ফরেস্ট পলিসি১৯৮৮
১৫পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স অ্যাক্ট১৯৯১
১৬ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন১৯৯২
১৭ভারতীয় আন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন১৯৯৩
১৮প্রটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস এন্ড ফারমার রাইট অ্যাক্ট২০০১
১৯ভারতীয় জীববৈচিত্র্য সুরক্ষা আইন২০০২
২০পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন২০০৬
২১ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল অ্যাক্ট২০১০

Leave a Comment