পশ্চিমবঙ্গের সরকারি গ্রন্থাগার সমূহের তালিকা

Rate this post

পশ্চিমবঙ্গের সরকারি গ্রন্থাগার সমূহের তালিকা: জাতীয় গ্রন্থাগার ভারতের বৃহত্তম গ্রন্থাগার তথা দেশের সরকারি দলিলের রক্ষণাগার। এই গ্রন্থাগারটি কলকাতার বেলভেডিয়ার এস্টেটে অবস্থিত। ১৮৩৬ সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে প্রথম এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় এটি ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান।

প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির প্রথম মালিক। ভারতের তদনীন্তন গভর্নর-জেনারেল লর্ড মেটকাফ ফোর্ট উইলিয়াম কলেজ লাইব্রেরির ৪,৬৭৫টি বই এই গ্রন্থাগারে দান করেছিলেন। এই দানের ফলেই গ্রন্থাগারের গোড়াপত্তন সম্ভব হয়েছিল। এই সময় বাংলা ও ইংরেজি দুই ভাষার বইই এই গ্রন্থাগারের জন্য ক্রয় করা হত। কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা গ্রন্থাগারকে অর্থসাহায্য করতেন; সরকারের কাছ থেকেও অনুদান পাওয়া যেত। এই সময় এই গ্রন্থাগারে বহু দেশি ও বিদেশি দুষ্প্রাপ্য গ্রন্থ সংগৃহীত হয়, যা আজও রক্ষিত আছে। ক্যালকাটা পাবলিক লাইব্রেরিই ছিল শহরের প্রথম নাগরিক পাঠাগার।

পশ্চিমবঙ্গের সরকারি গ্রন্থাগার সমূহের তালিকা

নংগ্রন্থাগারস্থাপনকালজেলা
উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরী১৮৫৯হুগলি
নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরী১৮৭০কোচবিহার
সেন্ট্রাল লাইব্রেরী১৯৫৩উত্তর চব্বিশ পরগনা
দেশবন্ধু গভর্মেন্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরী১৯৫৫দার্জিলিং
স্টেট সেন্ট্রাল লাইব্রেরী১৯৫৬কলকাতা
টকি গভর্মেন্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরী১৯৬০উত্তর চব্বিশ পরগনা
গভর্মেন্ট সেন্ট্রাল লাইব্রেরী১৯৬১দার্জিলিং
দীঘা গভর্মেন্ট টাউন লাইব্রেরী১৯৬৬পূর্ব মেদিনীপুর
কলকাতা মেট্রোপলিটন লাইব্রেরী১৯৮০কলকাতা
১০সিধু কানু বিরসা গভর্মেন্ট টাউন লাইব্রেরী১৯৮৯পুরুলিয়া
১১নর্থ চব্বিশ পরগনা গভর্মেন্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরী১৯৯৫উত্তর চব্বিশ পরগনা
১২ডিস্ট্রিক্ট লাইব্রেরী উত্তর দিনাজপুর২০০৪উত্তর দিনাজপুর

Leave a Comment