পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য তালিকা – Wildlife Sanctuary of West Bengal

Rate this post

পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য তালিকা – Wildlife Sanctuary of West Bengal: অভয়ারণ্য (Animal sanctuary) হলো এমন বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাংলা ‘অভয়’ এবং ‘অরণ্য’ শব্দদ্বয়ের সন্ধিতে ‘অভয়ারণ্য’ শব্দটি গঠিত হয়েছে। বাংলায় ‘অভয়’ শব্দের অর্থ ‘ভয়হীন’ বা ‘নির্ভয়’; আর ‘অরণ্য’ অর্থ ‘বন’ বা ‘জঙ্গল’। অর্থাৎ যে জঙ্গলে প্রাণীদের নির্ভয় বিচরণ নিশ্চিত করা হয় তাকে অভয়ারণ্য বলা হয়।

ভারতীয় অভয়ারণ্য গুলি প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন-এর চতুর্থ স্তরের সংরক্ষিত এলাকা গুলির তালিকায় শ্রেণীবদ্ধ। ১৯৩৬ খ্রিস্টাব্দ থেকে ২০১৬ খ্রিস্টাব্দ অবধি ভারতে অবস্থিত মোট ৫৪৩ টি বন্যপ্রাণ অভয়ারণ্য রয়েছে, যা সমগ্র রাষ্ট্রের ১১৮,৯১৮ বর্গ কিলোমিটার বা ৪৫,৯১৪ বর্গমাইল অঞ্চল জুড়ে বিস্তৃত। অভয়ারণ্য গুলির মধ্যে ৫০ টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে, যা বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ও বিশেষ বৈশিষ্ট্য যুক্ত।

পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য তালিকা – Wildlife Sanctuary of West Bengal

নংবন্যপ্রাণী অভয়ারণ্যসালআয়তন (বর্গকিমি)
চাপরামারী বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬৯.৬
হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬৫.৯৫
লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬৩৮
মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬১৫৮.০৪
সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬৩৬২.৪
সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬৩৮.৮৮
বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৭২.০২
বেথুয়াডহরী বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮০০.৬৭
বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮০০.৬৪
১০রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮১০.১৪
১১চিন্তামনি কর পাখিরালয়১৯৮২০.০৭
১২জোড়পোখরী বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮৫০.০৪
১৩রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮৫১.৩
১৪বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮৬২৬৭.৯২
১৫পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য২০১৩৫৫৬.৪৫

Leave a Comment