ভারতের ইতিহাস গভর্নর জেনারেল প্রশ্নোত্তর | Governor General Question and Answer

5/5 - (1 vote)

ভারতের ইতিহাস গভর্নর জেনারেল প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Governor General Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস গভর্নর জেনারেল প্রশ্নোত্তর PDF.

নিচে Governor General Question and Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের ইতিহাস গভর্নর জেনারেল প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতের ইতিহাস গভর্নর জেনারেল প্রশ্নোত্তর | Governor General Question and Answer

1)সিরাজদৌলার কলকাতা আক্রমণের সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন?

উঃ রজার ড্রেক।

2)পলাশীর যুদ্ধের সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন?

উঃ রজার ড্রেক।

3)রজার ড্রেক পরে কে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর পদে নিযুক্ত হন?

উঃ রবার্ট ক্লাইভ।

4)রবার্ট ক্লাইভ কবে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর পদে নিযুক্ত হন?

উঃ 1758-1760 খ্রীঃ এবং 1765-1767 খ্রীঃ।

5)বিদেরার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ 1759 খ্রীঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচ (ওলন্দাজ) ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

6)বিদেরার যুদ্ধের সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন?

উঃ রবার্ট ক্লাইভ।

7)পলাশীর যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ1757 খ্রীঃ 23শে জুন, বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

8)পলাশীর যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি কে ছিলেন?

উঃ রবার্ট ক্লাইভ।

9)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?

উঃ 1765 খ্রীঃ, দ্বিতীয় শাহ আলম।

10)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের বাংলার গভর্নর কে ছিলেন?

উঃ রবার্ট ক্লাইভ।

11)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেন?

উঃ রবার্ট ক্লাইভ।

12)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন?

উঃরবার্ট ক্লাইভ।

13)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর রবার্ট ক্লাইভের পরবর্তী গভর্নর কে হয়েছিললেন?

উঃ হেনরি ভ্যান্সিস্টার্ট।

14)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গভর্নর হিসাবে হেনরি ভ্যান্সিস্টার্টের কার্যকাল লেখো।

উঃ 1760-1765 খ্রীঃ।

15)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কোন গভর্নর মীরজাফরকে সরিয়ে মীরকাশেমকে বাংলার নবাব পদে বসান?

উঃ হেনরি ভ্যান্সিস্টার্ট।

16)হেনরি ভ্যান্সিস্টার্ট কবে মীরজাফরকে সরিয়ে মীরকাশেমকে বাংলার নবাব পদে বসানো?

উঃ 1760 খ্রীঃ।

17)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কোন গভর্নর মীরকাশেম সরিয়ে মীরজাফরকে পুনরায় বাংলার নবাব পদে বসান?

উঃ হেনরি ভ্যান্সিস্টার্ট।

18) মীরজাফরের কবে মৃত্যু হয়?

উঃ 1765 খ্রীঃ।

19)মীরজাফরের মৃত্যুর সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন?

উঃ হেনরি ভ্যান্সিস্টার্ট।

20)হেনরি ভ্যান্সিস্টার্টের পরবর্তীকালে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর পদে কে নিযুক্ত হন?

উঃ লর্ড ভেরেলেস্ট।

21)লর্ড ভেরেলেস্ট কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন?

উঃ 1767-1769 খ্রীঃ।

22) প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন?

উঃ লর্ড ভেরেলেস্ট।

23)প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ 1767-1769 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহীশুরের শাসক হায়দার আলী।

24)কবে এবং কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে?

উঃ 1769 খ্রীঃ, মাদ্রাজের সন্ধি।

25)লর্ড ভেরেলেস্টের পরবর্তীকালে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর পদে কে নিযুক্ত হন?

উঃ লর্ড কার্টিয়ার।

26)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নরের শাসনকালে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড কার্টিয়ার।

27)লর্ড কার্টিয়ার কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন?

উঃ 1769-1772 খ্রীঃ।

28)লর্ড কার্টিয়ারের পরবর্তীকালে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর পদে কে নিযুক্ত হন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

29)লর্ড ওয়ারেন হেস্টিংস কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন?

উঃ 1772-1773 খ্রীঃ।

30) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

31)লর্ড ওয়ারেন হেস্টিংস কবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান?

উঃ 1772 খ্রীঃ।

32)বেনারসের চুক্তি কবে এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ 1773 খ্রীঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা।

33)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর কে ছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

34)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

35))কোন আইন অনুসারে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর গভর্নর জেনারেল পদে উন্নীত হন?

উঃ 1773 খ্রীঃ, রেগুলেটিং অ্যাক্ট।।

36)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস, 1774 খ্রীঃ।

37)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়েছিল?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস, 1775 খ্রীঃ।

38)কোন ঘটনাকে ভারতের ইতিহাসে প্রথম বিচার বিভাগীয় হত্যাকাণ্ড বলা হয়?

উঃ মহারাজ নন্দকুমারের ফাঁসি।

39)প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ 1775-1782 খ্রীঃ।

40)প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

41)কোন সন্ধি দ্বারা এবং কবে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে?

উঃ সলবাই এর সন্ধি, 1782 খ্রীঃ।

42)দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

43)কোন সন্ধি দ্বারা এবং কবে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের যুদ্ধের অবসান ঘটে?

উঃ ম্যাঙ্গালোরের সন্ধি, 1784 খ্রীঃ।

44)সলবাইয়ের সন্ধি ও ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরকালে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

45)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন হয়েছিল?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস, 1772 খ্রীঃ।

46)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল একসালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?

উঃলর্ড ওয়ারেন হেস্টিংস, 1777 খ্রীঃ।

47)গীতা ও হিতোপদেশ গ্রন্থের সর্বপ্রথম ইংরেজি অনুবাদ কে করেন?

উঃ চার্লস উইলকিন্স।

48)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে গীতা ও হিতোপদেশ গ্রন্থের সর্বপ্রথম ইংরেজি অনুবাদ হয়?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

49)চার্লস উইলকিন্স কর্তৃক ইংরেজি ভাষার অনুবাদকৃত গীতার সূচনা কে লিখেছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

50)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

51) কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রীঃ।

52)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং কবে?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস, 1781 খ্রীঃ ।

53) কলকাতা মাদ্রাসার বর্তমান নাম কি?

উঃ কলকাতা আলিয়া মাদ্রাসা।

54)ব্রিটিশ ভারতের সর্বপ্রথম সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি?

উঃ কলকাতা মাদ্রাসা।

55)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং পিটের ভারত শাসন আইন পাস হয়?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস, 1784 খ্রীঃ।

56)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল?

উঃলর্ড ওয়ারেন হেস্টিংস।

57) ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?

উঃ বেঙ্গল গেজেট।

58)বেঙ্গল গেজেট সংবাদপত্র কে এবং কবে প্রকাশ করেন?

উঃ জেমস অগাস্টাস হিকি, 1780 খ্রীঃ।

59)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং মহীশুরের শাসক হায়দার আলীর মৃত্যু হয়?

উঃলর্ড ওয়ারেন হেস্টিংস, 1782 খ্রীঃ।

60)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল বোর্ড অফ রেভিনিউ গঠন করেছিলেন?

উঃলর্ড ওয়ারেন হেস্টিংস।

61) লর্ড ওয়ারেন হেস্টিংস কবে রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ গঠন করেছিলেন?

উঃ 1772 খ্রীঃ।

62)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে জেন্টু আইন চালু হয়?

উঃলর্ড ওয়ারেন হেস্টিংস, 1776 খ্রীঃ।

63)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড এরর ব্যবস্থা চালু করেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

64)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রেজারি স্থানান্তর করেছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

65)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল রাজস্ব আদায়ের জন্য কালেক্টর পদ সৃষ্টি করেছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

66)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে রোহিলা যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস, 1774 খ্রীঃ।

67)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে রোহিলাখন্ড অযোধ্যার অন্তর্ভুক্ত হয়?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

68)কোন আইন অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিল এবং কলকাতার সুপ্রীমকোর্টের মধ্যে বিচার বিভাগীয় ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছিল?

উঃ সংশোধনী আইন, 1781 খ্রীঃ।

69)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল ইংল্যান্ডে ফিরে যাবার পর ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছিলেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

70)লর্ড ওয়ারেন হেস্টিংসের কে এবং কোন অভিযোগে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপন করেছিলেন?

উঃ এডমন্ড বার্ক, ঘুষ নেওয়ার অভিযোগে।

71)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল হিসাবে লর্ড ওয়ারেন হেস্টিংসের কার্যকালের মেয়াদ লেখো।

উঃ 1773-1785 খ্রীঃ।

72)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কার্যকরী (Acting) গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ স্যার জন মাকফার্সন।

73)স্যার জন মাকফার্সন কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকরী (Acting) গভর্নর জেনারেল ছিলেন?

উঃ 1785-1786 খ্রীঃ।

74) লর্ড কর্নওয়ালিস কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন?

উঃ 1786-1793 খ্রীঃ।

75)বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে তৃতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড কর্নওয়ালিস।

76)তৃতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

উঃ 1790-1792 খ্রীঃ।

77)কোন সন্ধির দ্বারা এবং কবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে?

উঃ শ্রীপত্তনমের সন্ধি,1792 খ্রীঃ।

78)শ্রীপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হওয়ার সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড কর্নওয়ালিস।

79)বারানসীতে সংস্কৃত কলেজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন?

উঃ জোনাথান ডানকান, 1792 খ্রীঃ।

80)বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?

উঃ 1793 খ্রীঃ, লর্ড কর্ণওয়ালিস।

81)সূর্যাস্ত আইন কে কবে প্রবর্তন করেন?

উঃ লর্ড কর্ণওয়ালিস, 1793 খ্রীঃ।

82) কর্নওয়ালিস কোড কবে রচিত হয়?

উঃ 1793 খ্রীঃ।

83)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল ভারতে পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন?

উঃ লর্ড কর্নওয়ালিস।

84)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল ভারতের সিভিল সার্ভিস প্রবর্তন করেন?

উঃ লর্ড কর্নওয়ালিস।

85) ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?

উঃ লর্ড কর্নওয়ালিস।

86)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল পুলিশ সুপারেনটেনডেন্ট পথ কে সৃষ্টি করেন?

উঃ লর্ড কর্নওয়ালিস।

87)“Anyone who is found associated with slavery would be prosecuted in the supreme court”-কে কবে ঘোষণা করেন?

উঃ লর্ড কর্নওয়ালিস।

88)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সেনাপতি ছিলেন?

উঃ লর্ড কর্নওয়ালিস।

89)সর্বপ্রথম কোন ব্রিটিশ অভিজাত ব্যক্তি (Nobelman) ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন?

উঃলর্ড কর্ণওয়ালিস।

90)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বপ্রথম সংসদীয় Parliamentary) গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড কর্নওয়ালিস।

91)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল সর্বপ্রথম ভারতে মারা যান?

উঃ লর্ড কর্নওয়ালিস।

92) লর্ড কর্নওয়ালিসের সমাধি কোথায় অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশের গাজীপুর।

93)লর্ড কর্নওয়ালিসের পর বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে কে নিযুক্ত হন?

উঃ স্যার জন শোর।

94)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বপ্রথম সিভিল সার্ভেন্ট গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ স্যার জন শোর।

95)ভারতে ইংরেজী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল শাসনকালে 1793 খ্রীঃ সনদ আইন পাশ হয়?

উঃ স্যার জন শোর।

96)স্যার জন শোর কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন?

উঃ 1793-1798 খ্রীঃ‌

97)স্যার জন শোরের পর কে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন?

উঃ লর্ড ওয়েলেসলী।

98)লর্ড ওয়েলেসলী কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন?

উঃ 1798-1805 খ্রীঃ।

99)ভারতে ইংরেজী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল লর্ড মর্নিংটন নামে পরিচিত?

উঃ লর্ড ওয়েলেসলী‌।

100)ভারতে ইংরেজী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?

উঃ লর্ড ওয়েলেসলী‌।

101)লর্ড ওয়েলেসলি কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন?

উঃ 1798 খ্রীঃ।

102)ভারতের কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন?

উঃ হায়দ্রাবাদের নিজাম(1798 খ্রীঃ)।

103)ভারতে ইংরেজী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড ওয়েলেসলী।

104) দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

উঃ 1803-1805 খ্রীঃ।

105)বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ1802 খ্রীঃ, ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠা।

106)ভারতে ইংরেজী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড ওয়েলেসলী।

107)চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

উঃ 1799 খ্রীঃ‌।

108)ভারতে ইংরেজী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে মহীশূরের টিপু সুলতানের মৃত্যু হয়?

উঃ লর্ড ওয়েলেসলী।

109)কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ লর্ড ওয়েলেসলী, 1800 খ্রীঃ।

110)অযোধ্যার নবাব কবে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন?

উঃ 1801 খ্রীঃ।

111)মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও কবে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন?

উঃ 1802 খ্রীঃ।

112) ভোঁসলে কবে মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন?

উঃ 1803 খ্রীঃ।

113)সিন্ধ্রিয়া কবে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন?

উঃ 1804 খ্রীঃ।

114)তাঞ্জোর কবে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করে?

উঃ 1799 খ্রীঃ।

115)লর্ড ওয়েলেসলির পর কে বাংলায় ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন?

উঃ জর্জ বার্লো।

116)জর্জ বার্লো কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1805-1807 খ্রীঃ।

117)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভেলোরে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উঃ জর্জ বার্লো।

118)কবে এবং কার নেতৃত্বে ভেলোরে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উঃ ভেলু থেম্পু, 1806 খ্রীঃ।

119)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ব্রিটিশ সাম্রাজ্যের দাস ব্যবসা নিষিদ্ধ হয়?

উঃ জর্জ বার্লো, 1807 খ্রীঃ।

120)জর্জ বার্লো র পর কে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন?

উঃ লর্ড প্রথম মিন্টো।

121)লর্ড প্রথম মিন্টো কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1807-1813 খ্রীঃ।

122)অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ1809 খ্রীঃ, শিখ নেতা রঞ্জিত সিংহ ও লর্ড প্রথম মিন্টোর দূত মেটকাফ।

123)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়?

উঃ লর্ড প্রথম মিন্টো।

124)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে 1813 খ্রীঃ সনদ আইন পাস হয়েছিল?

উঃ লর্ড প্রথম মিন্টো।

125)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে শিক্ষা বিস্তারের জন্য বছরে 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের কথা ঘোষণা করা হয়?

উঃ লর্ড প্রথম মিন্টো।

126)কোন আইনে ভারতে শিক্ষা বিস্তারের জন্য এক লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ঘোষণা করা হয়?

উঃ 1813 খ্রীঃ সনদ আইন।

127)লর্ড প্রথম মিন্টোর পর কে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন?

উঃ লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।

128)লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1813-1823 খ্রীঃ।

129)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে প্রথম ইঙ্গো-নেপাল যুদ্ধ বা প্রথম গোর্খা যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা, 1814-1816 খ্রীঃ।

130)কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গো-নেপাল যুদ্ধ বা প্রথম গোর্খা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?

উঃ সগৌলির সন্ধি।

131)সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ1816 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালি নেতা অমর সিং থাপা।

132)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা, 1817-1818 খ্রীঃ।

133)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে পেশোয়া পদের অবলুপ্তি ঘটানো হয়?

উঃ লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।

134)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল পিন্ডারি দস্যু করেছিলেন?

উঃ লর্ড হেস্টিংস, 1817-1818 খ্রীঃ।

135)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়?

উঃ লর্ড হেস্টিংস।

136)মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা কে কবে প্রচলন করেন?

উঃ আলেকজান্ডার রিড ও টমাস মুনরো, 1820 খ্রীঃ।

137)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট পাস হয়?

উঃলর্ড হেস্টিংস, 1822 খ্রীঃ।

138)লর্ড হেস্টিংসের পর কে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন?

উঃ লর্ড আর্মহার্স্ট।

139)লর্ড আর্মহার্স্ট কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ1823-1828 খ্রীঃ।

140)প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কবে এবং কোন গভর্নর জেনারেলের শাসনকালে সংঘটিত হয়েছিল?

উঃ 1824-1826 খ্রীঃ, লর্ড আর্মহার্স্ট।

141)কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের অবসান ঘটে?

উঃ ইয়ান্দাবুর সন্ধি।(1826)।

142)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ব্যারাকপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড আর্মহার্স্ট, 1824 খ্রীঃ‌।

143)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ভরতপুর অবরোধ সংঘটিত হয়েছিল?

উঃলর্ড আর্মহার্স্ট, 1825 খ্রীঃ ডিসেম্বর থেকে 1826 খ্রীঃ জানুয়ারি।

144)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়?

উঃলর্ড আর্মহার্স্ট, 1824 খ্রীঃ।

145) কোন বিশিষ্ট ভারতীয় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে বড়োলাট লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন?

উঃ রাজা রামমোহন রায়।

146)লর্ড আর্মহার্স্টের পর কে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

147)লর্ড উইলিয়াম বেন্টিং কোন সময় বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1828-1833 খ্রীঃ।

148)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

148)লর্ড উইলিয়াম বেন্টিং কবে এবং কোন আইন অনুসারে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন?

উঃ 1829 খ্রীঃ, সপ্তদশ বিধি।

150)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেলের এবং কবে খাসি বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং, 1829 খ্রীঃ।

151)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল এলাহাবাদে সদর দেওয়ানী আদালত প্রতিষ্ঠা করে?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

152)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল দিল্লিতে সদর নিজামত আদালত প্রতিষ্ঠা করে?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

153)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে মেকলে মিনিটস পাশ হয়?

উঃ 1835 খ্রীঃ, লর্ড উইলিয়াম বেন্টিং।

154)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল শিশুকন্য হত্যা প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

155)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

156)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে 1833 খ্রীঃ সনদ আইন পাস হয়েছিল?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

157)কোন আইন অনুসারে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়?

উঃ 1833 খ্রীঃ সনদ আইন।

158)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

159)লর্ড উইলিয়াম বেন্টিং কোন সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1833 খ্রীঃ-1835 খ্রীঃ।

160)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে আগ্রা প্রদেশ তৈরী হয়?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং, 1834 খ্রীঃ।

161)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং, 1835 খ্রীঃ।

162)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং,1835 খ্রীঃ।

163)রাজা রামমোহন রায়ের ইংল্যান্ড গমনকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।(1830 খ্রীঃ)

164)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল আদালতে দেশীয় ভাষা প্রয়োগ প্রচলন করেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

165)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল ঠগী দস্যুদের দমন করেছিলেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

166)লর্ড উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় ঠগী দস্যুদের দমন করেছিলেন?

উঃ কর্ণেল স্লিম্যান।

167)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল রঞ্জিত সিংহের সঙ্গে চিরস্থায়ী মিত্রতা (Perpetual friendship) চুক্তি স্বাক্ষর করেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

168)“The bones of Cotton weavers are bleaching the plains of India”-উক্তিটি কার?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

169)লর্ড উইলিয়াম বেন্টিং এর পরবর্তীকালে কে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?

উঃ চার্লস মেটকাফ।

170)চার্লস মেটকাফ কোন সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1835 খ্রীঃ-1836 খ্রীঃ।

171)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এডুকেশন রেগুলেশন বিল পাস হয়?

উঃ চার্লস মেটকাফ।

172)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল মাতৃভাষায় সংবাদপত্রের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ বিলোপ করেছিলেন?

উঃ চার্লস মেটকাফ।

173)চার্লস মেটকাফ কোন আইনের দ্বারা ভারতে মাতৃভাষায় সংবাদপত্রের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ বিলোপ করেছিলেন?

উঃ প্রেস অ্যাক্ট, 1835।

174)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলকে “সংবাদপত্রের মুক্তিদাতা” বলা হয়?

উঃ চার্লস মেটকাফ।

175)চার্লস মেটকাফ এর পর কে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?

উঃ লর্ড অকল্যান্ড।

176)লর্ড অকল্যান্ড কোন সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1836 খ্রীঃ-1842 খ্রীঃ।

177)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে প্রথম ইঙ্গ- আফগান যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ জর্জ অকল্যান্ড, 1838-1842 খ্রীঃ।

178)কবে এবং কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ- আফগান যুদ্ধের অবসান ঘটে?

উঃ

179)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উঃ লর্ড অকল্যান্ড।

180)ত্রিশক্তি মৈত্রী চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ 1838 খ্রীঃ, রঞ্জিত সিংহ, শাহ সুজা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (লর্ড অকল্যান্ড)।

181) লর্ড অকল্যান্ড এর পর কে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?

উঃ লর্ড এলেনবরো।

182) লর্ড এলেনবরো কোন সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1842-1844 খ্রীঃ।

183)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধের অবসান ঘটে?

উঃ লর্ড এলেনবরো।

184)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয়?

উঃ লর্ড এলেনবরো, 1843 খ্রীঃ।

185)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে সংঘটিত হয়েছিল?

উঃ 1843 খ্রীঃ, লর্ড এলেনবরো।

186)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ভারতের দাসপ্রথা বিলোপ করা হয়?

উঃ লর্ড এলেনবরো, 1843 খ্রীঃ।

187)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ভারতীয় দাস আইন (Indian Slavery Act) পাস হয়েছিল?

উঃ লর্ড এলেনবরো, 1843 খ্রীঃ।

188)লর্ড এলেনবরো এর পর কে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?

উঃ লর্ড প্রথম হার্ডিঞ্জ।

189)লর্ড প্রথম হার্ডিঞ্জ কোন সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1844 খ্রীঃ-1848 খ্রীঃ।

190)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল ভারতে সরকারি চাকরি ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞান বাধ্যতামূলক করেন?

উঃ লর্ড প্রথম হার্ডিঞ্জ, 1844 খ্রীঃ।

191)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে প্রথম ইঙ্গ- শিখ যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড প্রথম হার্ডিঞ্জ, 1845 খ্রীঃ-1846 খ্রীঃ।

192)কবে কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের অবসান ঘটে?

উঃ লাহোরের সন্ধি, 1846 খ্রীঃ।

193)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল শিশু কন্যা হত্যা নিষিদ্ধ করণের জন্য নির্দেশনামা জারি করেন।

উঃ লর্ড প্রথম হার্ডিঞ্জ।

194)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল উড়িষ্যার খোন্ড উপজাতিদের মধ্যে প্রচলিত নরবলি প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন?

উঃ লর্ড প্রথম হার্ডিঞ্জ।

195)লর্ড প্রথম হার্ডিঞ্জ এর পর কে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?

উঃ লর্ড ডালহৌসি।

196)লর্ড ডালহৌসি কোন সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1848-1856 খ্রীঃ।

197)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে দ্বিতীয় ইঙ্গ- শিখ যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ 1848-1849 খ্রীঃ, লর্ড ডালহৌসি।

198)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল?

উঃ লর্ড ডালহৌসি, 1849 খ্রীঃ।

199)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়?

উঃ লর্ড ডালহৌসি।

200)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন?

উঃ লর্ড ডালহৌসি।

201)লর্ড ডালহৌসি কবে স্বত্ববিলোপ নীত প্রবর্তন করেন?

উঃ 1848 খ্রীঃ।

202)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে সর্বপ্রথম কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃ সাতারা।

203)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে সর্বপ্রথম রেল চলাচল শুরু হয়?

উঃ লর্ড ডালহৌসি।

204)ভারতে সর্বপ্রথম কবে এবং কোথায় রেল চলাচল শুরু হয়েছিল?

উঃ 1853 খ্রীঃ, মুম্বাই থেকে থানে।

205) ভারতের রেলপথের জনক কাকে বলা হয়?

উঃ লর্ড ডালহৌসি।

206)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে সর্বপ্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়?

উঃ লর্ড ডালহৌসি।

207)ভারতে সর্বপ্রথম কবে এবং কোথায় টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল?

উঃ 1853 খ্রীঃ, কলকাতা থেকে আগ্রা।

208)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কবে জয়েতপুর ও সম্বলপুর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃ 1849 খ্রীঃ।

209)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কবে উদয়পুর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃ 1852 খ্রীঃ।

210)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কবে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃ1853 খ্রীঃ।

211)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কবে নাগপুর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃ 1854 খ্রীঃ।

212)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয়?

উঃ লর্ড ডালহৌসি।

213)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ভারতে পোস্টেজ স্ট্যাম্প চালু হয়?

উঃ 1854 খ্রীঃ, লর্ড ডালহৌসি।

214)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে পোস্ট অফিস আইন পাশ হয়?

উঃ লর্ড ডালহৌসি, 1854 খ্রীঃ।

215)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে প্রথম সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সিভিল সার্ভিসে পরীক্ষা শুরু হয়?

উঃ লর্ড ডালহৌসি।

216)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট (PWD) স্থাপন করেন?

উঃ লর্ড ডালহৌসি।

217)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল সিমলাতে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী প্রতিষ্ঠা করেন?

উঃ লর্ড ডালহৌসি।

218)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়?

উঃ1854 খ্রীঃ, লর্ড ডালহৌসি।

219)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উঃ 1855 খ্রীঃ, লর্ড ডালহৌসি।

220)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে 1853 খ্রীঃ সনদ আইন পাস হয়েছিল?

উঃ 1853 খ্রীঃ।

221)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উঃ 1852 খ্রীঃ, লর্ড ডালহৌসি।

222)লর্ড ডালহৌসি কবে কুশাসনের অজুহাতে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃ 1856 খ্রীঃ।

223)লর্ড ডালহৌসি কর্তৃক অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত হওয়ার সময় অযোধ্যার নবাব কে ছিলেন?

উঃ নবাব ওয়াজিদ আলি শাহ।

224)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে গঙ্গা খালের নির্মাণকার্য শেষ হয়? লর্ড ডালহৌসি।

225)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে গঙ্গা খালের দ্বার উদঘাটন করা হয়?

উঃ 1854 খ্রীঃ 8ই এপ্রিল, লর্ড ডালহৌসি।

226)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের বন্দরগুলি কে মুক্ত বন্দর ঘোষণা করা হয়?

উঃ লর্ড ডালহৌসি।

227)লর্ড ডালহৌসি কোন কোন বন্দরের উন্নতি ঘটিয়েছিলেন?

উঃ কলকাতা, বোম্বাই, করাচি।

228) ভারতে কারিগরি শিক্ষার জনক কাকে বলা হয়?

উঃ লর্ড ডালহৌসি।

229) ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজের নাম কি?

উঃ রুরকি ।

230)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তন করে থম্পসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং রাখা হয়?

উঃ লর্ড ডালহৌসি, 1854 খ্রীঃ।

231)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ধর্মীয় প্রতিবন্ধী আইন (Religious Disabilities Act) পাশ হয়?

উঃ 1856 খ্রীঃ, লর্ড ডালহৌসি।

232)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে বিধবা পুনর্বিবাহ আইন পাশের উদ্যোগ নেওয়া হয়?

উঃ লর্ড ডালহৌসি, 1856 খ্রীঃ।

233)লর্ড ডালহৌসির আসল নাম কী?

উঃ জেমস অ্যান্ড্রু রামসে।

234)লর্ড ডালহৌসির পর কে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?

উঃ লর্ড ক্যানিং‌।

235)লর্ড ক্যানিং কোন সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন?

উঃ 1856-1858 খ্রীঃ।

236)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উঃ লর্ড ক্যানিং, 1857 খ্রীঃ।

237)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়?

উঃ লর্ড ক্যানিং, 1856 খ্রীঃ।

238)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বাই বিশ্ববিদ্যালয় ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উঃ লর্ড ক্যানিং, 1857 খ্রীঃ।

239)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেলের শাসনকালে এবং কবে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

উঃ লর্ড ক্যানিং।

240) ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

1 thought on “ভারতের ইতিহাস গভর্নর জেনারেল প্রশ্নোত্তর | Governor General Question and Answer”

Leave a Comment