হার্ডপ্যান ও ড্যুরিক্রাস্ট – মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া বলতে কী বোঝো?

Rate this post

হার্ডপ্যান ও ড্যুরিক্রাস্ট – মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া বলতে কী বোঝো?

হার্ডপ্যান – হার্ডপ্যান হল অদ্রবনীয় পদার্থের শক্ত মাটির স্তর, যা পডসল মৃত্তিকার B স্তরে পডসলিকরন প্রক্রিয়ায় গঠিত হয়। এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির A স্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি ক্ষার জাতীয় পদার্থ অপসারিত হয়ে B স্তরে জমা হয়, এছাড়া কর্দম যৌগের সেসক্যুঅক্সাইড ও কিছু সূক্ষ্ম পলি ইলুভিয়েশন প্রক্রিয়ায় B স্তরে চলে আসে। এর ফলে B স্তর টি আরো সুসংবদ্ধ ও অপ্রবেশ্য হয় এবং যখন এই স্তর টি শুকিয়ে যায়, তখন তা শক্ত হয়ে যায়, একেই হার্ডপ্যান বলে।

ড্যুরিক্রাস্ট বা কঠিন ভূত্বক – ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমানে বৃষ্টিপাতের দরুন মূল শিলা থেকে সিলিকা জাতীয় খনিজ পদার্থ গুলি দ্রবীভূত হয়ে এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির নিচের স্তরে চলে যায় কিন্তু সেসক্যুঅক্সাইড রূপে লোহা ও অ্যালুমিনিয়ামের জারিত পদার্থ গুলি মাটির উপরিস্তরে থেকে যায়। এই সেসক্যুঅক্সাইড ক্রমশ জমাট বেঁধে ভূত্বকের উপরিভাগে ইটের মতো গাঢ় লাল রঙের একটি কঠিন আস্ত্রন গঠন করে, একে কথিন ভূত্বক বা ড্যুরিক্রাস্ট বলে। ল্যাটেরাইট মৃত্তিকায় ড্যুরিক্রাস্ট দেখা যায়।

ড্যুরিক্রাস্ট বা কঠিন ভূত্বক বিভিন্ন খনিজের উপর নির্ভর করে বিভিন্ন নামে পরিচিত:

ক্যালক্রিট – CaCo3 (ক্যালসাইট)

ফেরিক্রিট – Fe2O3 (হেমাটাইট)

স্যালক্রিট – Nacl (লবন শিলা)

Leave a Comment