ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ PDF – Highest Peak of Mountains

Rate this post

ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ PDF – Highest Peak of Mountains: আজ বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতে অবস্থিত পর্বত গুলির সর্বোচ্চ শৃঙ্গের নাম ও উচ্চতা দেওয়া হলো। ভূগোলের অংশ হিসাবে পরীক্ষায় পর্বত থেকে প্রশ্ন আসে প্রায়ই। যেমন:- হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ইত্যাদি।

ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ PDF – Highest Peak of Mountains

Q. ছোটনাগপুর মালভূমি ভারতের কোথায় অবস্থিত এবং উচ্চতম শৃঙ্গের নাম কি ?

উত্তর: ছোটনাগপুর মালভূমি পূর্ব ভারতের পাঁচটি রাজ্য জুড়ে বিস্তৃত। এই রাজ্য গুলি হল- ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ , ওড়িশা ও ছত্রিশগড়। এই মালভূমির বেশির ভাগ অংশ ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত।এই মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম হল পরেশনাথ পাহাড় যার উচ্চতা ১,৩৬৬ মিটার।

Q. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি ভারতের কোথায় অবস্থিত ?

উত্তর: পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল কলসুবাই এবং এটির উচ্চতা ২,০৪৪ মিটার। গুজরাট ও মহারাষ্ট্র সীমানায় তাপ্তি নদীর দক্ষিণে এই পর্বতের উৎপত্তিস্থল। এরপর মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের মধ্য দিয়ে ১৬০০ কিলোমিটার বিস্তৃত এই পর্বতমালা কন্যাকুমারী শহরের কাছে ভারতের দক্ষিণ বিন্দুতে এসে মিলিত হয়েছে। পশ্চিমঘাটের ৬০% কর্ণাটক রাজ্যে অবস্থিত।

Q. কারাকোরাম পর্বত ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

উত্তর: পাকিস্তানের গিলগিত-বালতিস্তান, ভারতের লাদাখ এবং চীনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চল জুড়ে অবস্থিত কারাকোরাম পর্বতমালা। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2 যার উচ্চতা ৮,৬১১ মিটার এবং এটিই ভারতের উচ্চতম শৃঙ্গ।

Q. আরাবল্লী পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

উত্তর: এটি উত্তর ভারতের দিল্লি থেকে শুরু হয়ে দক্ষিণ হরিয়ানা পার হয়ে, পশ্চিম ভারতের রাজস্থান রাজ্য পার হয়ে গুজরাতে গিয়ে শেষ হয়েছে। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরুশিখর, যার উচ্চতা ১,৭২২ মিটার বা ৫,৬৫০ ফুট।

Q. গারো পাহাড় ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর: গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো-খাসিয়া পর্বতমালার একটি অংশ বিশেষ । এর কিছু অংশ ভারতের অসম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত, এটি বাংলাদেশের সব থেকে বড় পাহাড়। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল নকরেক যার উচ্চতা ১,৪১২ মিটার বা ৪,৬৫২ ফুট।

Q. আন্নামালাই পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর: আন্নামালাই পর্বতমালা ভারতের কেরালা ও তামিলনাড়ুর প্রান্ত বরাবর অবস্থিত। এই পর্বতমালার বিস্তার দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, তিরুপুর, পালঘাট, ত্রিশূর, এর্নাকুলাম এবং ইদুক্কি জেলা। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি যার সর্বোচ্চ উচ্চতা ২,৬৯৫ মিটার।

Q. নীলগিরি পর্বত ভারতের কোন জায়গায় অবস্থিত এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর: কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের ত্রি-সংযোগস্থলে নীলগিরিতে পর্বতমালা অবস্থিত এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা যার উচ্চতা ২,৬৩৭ মিটার।

ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ

পর্বতের নামউচ্চতম শৃঙ্গ
বৈকাল/মহাকালঅমরকন্টক (১,০৫৭ মিটার)
ছোটনাগপুর মালভূমিপরেশনাথ পাহাড় (১,৩৬৬ মিটার)
আন্নামালাইআনাইমুদি (২,৬৯৫ মিটার)
মিকির পাহাড়ডামবুকচো (১,৩৬৩ মিটার)
নীলগিরিদোদাবেতা (২৬৩৭ মিটার)
পশ্চিমঘাট পর্বতকলসুবাই (২,০৪৪ মিটার)
সাতপুরাধূপগড় (১,৩৫০ মিটার)
পূর্বঘাট (উত্তর)মহেন্দ্রগীরি (১,৫০১ মিটার)
পূর্বঘাট (দক্ষিণ)বিলিগিরিরঙ্গন (১,৭৫০ মিটার)
আরাবল্লীগুরুশিখর (১,৭২২ মিটার)
গারো পাহাড়নক্রেক (১,৪১২ মিটার)
মিসমি পর্বতদাফাবুম (৪,৫৭৯ মিটার)
কারাকোরামগডউইন অস্টিন (৮,৬১১ মিটার)
বাবাবুদান পাহাড়মুলানগিরি (১,৯২৩ মিটার)
নাগা পাহাড়সারামতি

Leave a Comment