ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান – প্রতিষ্ঠাতা – সাল তালিকা

Rate this post

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান – প্রতিষ্ঠাতা – সাল তালিকা: আজ ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম ও সাল দেওয়া হয়েছে বাংলায়। ভারতের ইতিহাসের অন্যতম একটি বিষয় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। যেমন:- এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? কলকাতা বিশ্ব বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ইত্যাদি।

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান – প্রতিষ্ঠাতা – সাল তালিকা

নংশিক্ষা প্রতিষ্ঠানপ্রতিষ্ঠাতাসাল
কলকাতা মাদ্রাসাওয়ারেন হেস্টিংস১৭৮১
এশিয়াটিক সোসাইটিউইলিয়াম জোন্স১৭৮৪
বেনারস সংস্কৃত কলেজজোনাথন ডানকান১৭৯১
শ্রীরামপুর মিশনউইলিয়াম কেরি১৮০০
ফোর্ট উইলিয়াম কলেজলর্ড ওয়েলেসলি১৮০০
হিন্দু কলেজডেভিড হেয়ার১৮১৭
স্কুল বুক অফ সোসাইটিডেভিড হেয়ার১৮১৭
অ্যাংলো হিন্দু স্কুলরাজা রামমোহন রায়১৮২২
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনডিরোজিও১৮২৮
১০স্কটিশ চার্চ কলেজআলেকজান্ডার ডাফ১৮৩০
১১কলকাতা মেডিকেল কলেজলর্ড বেণ্টিঙ্ক১৮৩৫
১২তত্ত্ববোধিনী পাঠশালামহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর১৮৪০
১৩বেথুন কলেজজন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন১৮৪৯
১৪কলকাতা বিশ্ববিদ্যালয়চার্লস উড১৮৫৭
১৫মাদ্রাজ বিশ্ববিদ্যালয়চার্লস উড১৮৫৭
১৬মুম্বাই (বম্বে) বিশ্ববিদ্যালয়চার্লস উড১৮৫৭
১৭আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়সৈয়দ আহমেদ খাঁন১৮৭৫
১৮দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজলালা হংসরাজ১৮৮৬
১৯ন্যাশনাল এডুকেশন কাউন্সিলসতীশ চন্দ্র মুখার্জী১৯০৬
২০বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটতারকনাথ পালিত১৯০৬
২১বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়মদনমোহন মালব্য১৯১৬
২২SNDT Women’s Universityধন্দ কেশব কার্ভে১৯১৬
২৩বসু বিজ্ঞান মন্দিরআচার্য জগদীশচন্দ্র বসু১৯১৭
২৪বিশ্বভারতীরবীন্দ্রনাথ ঠাকুর১৯২১

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্ন ও উত্তর

Q. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: ১৮১৭ খ্রিস্টাব্দের ২০শে জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ।

Q. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: ১৯৩৫ সালের ২৮শে জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ।

Q. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

Q. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ?

Ans: গুরুদাস বন্দোপাধ্যায় ।

Leave a Comment