বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম তালিকা

Rate this post

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম তালিকা: আজ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে ঐতিহাসিক ব্যক্তি ও তাদের সঙ্গে সম্পর্কিত কিছু স্থানের নাম দেওয়া হয়েছে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন:- ফতেপুর সিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি কে? যীশু খ্রীস্টের সঙ্গে জড়িত স্থানের নাম কী? ইত্যাদি।

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম তালিকা

নংস্থানব্যক্তি
পুদুচেরীঅরবিন্দ ঘোষ
ফতেপুর সিক্রিআকবর
ম্যাসিডোনিয়াআলেকজান্ডার
তালওয়াণ্ডীগুরু নানক
কুশীনগরগৌতম বুদ্ধ
কপিলাবস্তুগৌতম বুদ্ধ
লুম্বিনীগৌতম বুদ্ধ
ত্রিমূর্তি ভবনজওহরলাল নেহেরু
আনন্দ ভবনজওহরলাল নেহেরু
১০সিতাব ডিয়ারাজয়প্রকাশ নারায়ণ
১১জালিয়ানওয়ালাবাগজেনারেল ডায়ার
১২শ্রীরঙ্গপত্তনমটিপু সুলতান
১৩জিরাডিডঃ রাজেন্দ্র প্রসাদ
১৪ওয়াটারলুনেপোলিয়ান বোনাপার্ট
১৫কর্সিকানেপোলিয়ান বোনাপার্ট
১৬ট্রাফলগড়নেলসন
১৭মক্কাপ্রোফেট মহম্মদ
১৮পাবানরবিনোবা ভাবে
১৯সবরমতীমহাত্মা গান্ধী
২০সেবাগ্রামমহাত্মা গান্ধী
২১পোরবন্দরমহাত্মা গান্ধী
২২কুণ্ডগ্রামমহাবীর
২৩পাওয়াপুরীমহাবীর
২৪চিত্তোরগড়মহারাণা প্রতাপ
২৫হলদিঘাটমহারাণা প্রতাপ
২৬জেরুজালেমযীশুখ্রীষ্ট
২৭শান্তিনিকেতনরবীন্দ্রনাথ ঠাকুর
২৮বেলুড় মঠরামকৃষ্ণ পরমহংসদেব
২৯বরদৌলীসর্দার প্যাটেল
৩০কটকসুভাষচন্দ্র বসু

Leave a Comment