দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন তালিকা – বিক্রমাদিত্যের নবরত্ন এর নাম তালিকা – Navaratna Sava of Bikramaditya

Rate this post

দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন তালিকা – বিক্রমাদিত্যের নবরত্ন এর নাম তালিকা – Navaratna Sava of Bikramaditya: নবরত্ন হল সম্রাট বিক্রমাদিত্যের রাজসভায় নয়জন মনীষী। বিক্রমাদিত্য ছিলেন উজ্জয়িনীর শাসক। তার রাজদরবারের নবরত্নগণ হলেন অমরসিংহ, কালিদাস, ক্ষপণক, ঘটকর্পর, ধন্বন্তরি, বরাহমিহির, বররুচি, বেতালভট্ট ও শঙ্কু।

আজ বিক্রমাদিত্যের নবরত্নের নাম তালিকাটি শেয়ার করছি। ইতিহাসের অন্যতম অধ্যায় হলো এটি। বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় থাকা নবরত্নদের নাম এখানে তালিকাকারে দেওয়া হলো। বিভিন্ন চাকরীর পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন আসতে দেখায় যায়; যেমন- নবরত্ন কারা? বিক্রমাদিত্যের নবরত্নদের নাম গুলি উল্লেখ করুন।

দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন তালিকা – বিক্রমাদিত্যের নবরত্ন এর নাম তালিকা – Navaratna Sava of Bikramaditya

নংনবরত্নপারদর্শিতা
অমর সিংহসংস্কৃত কবি, ব্যাকরণবিদ
কালিদাসসাহিত্য
ক্ষপণকজ্যোতিষশাস্ত্রী
ঘটকর্পরকবি ও বাস্তুশিল্পী
ধন্বন্তরীচিকিৎসাবিদ্যা
বররুচিসংস্কৃত পণ্ডিত ও ব্যাকরণবিদ
বরাহমিহিরগণিতজ্ঞ ও জ্যোতিবিজ্ঞানী
বেতালভট্টব্রাহ্মণ
শঙ্কুদক্ষ বাস্তুকার

Leave a Comment