ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর – History Questions Answers in Bengali PDF

Rate this post

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর – History Questions Answers in Bengali PDF: আজ History Questions Answers in Bengali PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। এখানে লিপিবদ্ধ প্রশ্ন গুলির মান যথেষ্টই ভালো এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অধিক।

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর – History Questions Answers in Bengali PDF

  1. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়।

  1. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।

  1. কে মারাঠা শক্তির প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: শিবাজী মহারাজ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন।

  1. ‘বাবরনামা’ কে লিখেছিলেন?

উত্তর: ‘বাবরনামা’ লিখেছিলেন স্বয়ং বাবর।

  1. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।

  1. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়বজী।

  1. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?

উত্তর: কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার।

  1. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: এম. এন. যোশী অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন।

  1. হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল?

উত্তর: কৃষি ও পশুপালন ছিল হরপ্পা সভ্যতার মূল ভিত্তি।

  1. ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়?

উত্তর: রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা বলা হয়।

  1. কে নন্দবংশের প্রতিষ্ঠা করেন?

উত্তর: মহাপদ্ম নন্দ নন্দবংশের প্রতিষ্ঠা করেন।

  1. বুদ্ধদেব কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন?

উত্তর: বুদ্ধদেব সারনাথে প্রথম তাঁর বাণী প্রচার করেছিলেন।

  1. তিতুমীরের আসল নাম কি ছিল?

উত্তর: তিতুমীরের আসল নাম ছিল মীর নিসার আলী।

  1. প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত?

উত্তর: প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ পালি ভাষায় লিখিত।

  1. কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়?

উত্তর: 1757 খ্রিস্টাব্দের 23 শে জুন পলাশী যুদ্ধ হয়।

  1. সাতবাহন রাজাদের সময় কোন উল্লেখযোগ্য বন্দর ছিল?

উত্তর: সাতবাহন রাজাদের সময় সোপারা একটি উল্লেখযোগ্য বন্দর ছিল।

  1. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: সুভাষচন্দ্র বসু 1938 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

  1. বিফোর মেমোরি ফেডস- অ্যান অটোবায়োগ্রাফি কে লেখেন?

উত্তর: বিফোর মেমোরি ফেডস- অ্যান অটোবায়োগ্রাফি লেখেন ফালি এস. নারিমান।

  1. রামচরিত গ্রন্থ কে রচনা করেছিলেন?

উত্তর: সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থ রচনা করেছিলেন।

  1. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন?

উত্তর: আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন।

  1. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ।

  1. কাকে ভারতের লৌহমানব বলা হয়?

উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়।

  1. আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম কি ছিল?

উত্তর: আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম ছিল ব্রহ্মচর্য।

  1. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তর: ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে. বি. কৃপালিনি।

  1. বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল?

উত্তর: বুলন্দ দরওয়াজা সম্রাট আকবরের আমলে নির্মিত হয়েছিল।

  1. বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তর: বন্দিবাসের যুদ্ধ ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল।

  1. মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর: 1899-1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয়েছিল।

  1. ‘দীন-ই-ইলাহী’ কে প্রবর্তন করেন?

উত্তর: ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন করেন মোগল সম্রাট আকবর।

  1. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন?

উত্তর: এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিষেন।

  1. আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল?

উত্তর: গরু ছিল আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম।

  1. তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন?

উত্তর: আলবেরুনি তহকিক-ই-হিন্দ রচনা করেছিলেন।

  1. ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল কত খ্রিস্টাব্দে আনা হয়েছিল?

উত্তর: ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল 1883 খ্রিস্টাব্দে আনা হয়েছিল।

  1. অর্থশাস্ত্র কে রচনা করেন?

উত্তর: মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেন।

  1. ভারতীয় সিভিল সার্ভিস কে প্রবর্তন করেছিলেন?

উত্তর: লর্ড ডালহৌসি ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তন করেছিলেন।

  1. হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত ?

উত্তর: হরপ্পা সভ্যতা যন্ত্রপাতি তামা ও টিনের সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত।

  1. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক।

  1. অমিত্রঘাত উপাধি কে নিয়েছিলেন?

উত্তর: বিন্দুসার অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন।

  1. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?

উত্তর: মহম্মদ ঘোরী তরাইনের প্রথম যুদ্ধের পরাজিত হয়েছিলেন।

  1. বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর: 1859 সালে বাংলায় নীল বিদ্রোহ ছিল।

  1. মেগাস্থিনিস কে ছিলেন?

উত্তর: মেগাস্থিনিস ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দুত।

  1. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর: বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মামুদ শাহ।

  1. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক।

  1. নাসিক প্রশস্তিতে কার সম্পর্কে জানা যায়?

উত্তর: নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায়।

  1. লাহোর কংগ্রেসের সভাপতিত্ব কে করেন?

উত্তর: লাহোর কংগ্রেসে জহরলাল নেহেরু সভাপতিত্ব করেন।

  1. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।

  1. ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

উত্তর: ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা সারনাথে আবিষ্কৃত হয়েছিল।

  1. প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্নাটকের নবাব কে ছিলেন?

উত্তর: নবাব আনওয়ারউদ্দিন ছিলেন প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্নাটকের নবাব।

  1. রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়।

  1. রঞ্জিত সিংহ কোন মিসলের অধিপতি ছিলেন?

উত্তর: রঞ্জিত সিংহ সুকারচুকিয়া মিসলের অধিপতি ছিলেন।

  1. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল।

  1. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন?

উত্তর: ইবন বতুতা মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন।

  1. জৈন ধর্মের মূলনীতি কি?

উত্তর: অহিংসা হল জৈন ধর্মের মূলনীতি।

  1. কোন অঞ্চল দখলের জন্য বিজয়নগর সাম্রাজ্য ও বাহমনী সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল?

উত্তর: রায়চুর দোয়াব অঞ্চল দখলের জন্য বিজয়নগর সাম্রাজ্য ও বাহমনী সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

  1. পূর্ব ভারতের কোন রাজ্য আকবর জয় করতে পারেননি?

উত্তর: পূর্ব ভারতের আসাম রাজ্য আকবর জয় করতে পারেননি।

  1. গীতগোবিন্দ কে রচনা করেছিলেন?

উত্তর: কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন।

  1. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তর: মোগল সম্রাট বাবর ও মেবারের রাণা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল।

  1. গান্ধীজীর ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?

উত্তর: বিহারের চম্পারনে গান্ধীজীর গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল।

  1. কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়?

উত্তর: গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়।

  1. দিল্লির কুতুবমিনার কে নির্মাণ করেন?

উত্তর: কুতুবুদ্দিন আইবাক দিল্লিতে কুতুবমিনার নির্মাণ করেন।

  1. লোথাল কোথায় অবস্থিত?

উত্তর: লোথাল গুজরাটে অবস্থিত।

  1. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন?

উত্তর: মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন।

  1. ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক ছিলেন?

উত্তর: সৈয়দ আহমেদ খান হলেন ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক ছিলেন।

  1. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

  1. ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর দিল্লির কোন সুলতান সৃষ্টি করেছিলেন?

উত্তর: ফিরোজ শাহ তুঘলক ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন।

  1. শুদ্ধি প্রথা কে প্রবর্তন করেছিলেন?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি প্রথা প্রবর্তন করেছিলেন।

  1. “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে” – কে বলেছিলেন?

উত্তর: মহাত্মা গান্ধী বলেছিলেন।

  1. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

  1. খলজী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

উত্তর: খলজী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন খলজী।

  1. 14 দফা দাবি কে উত্থাপিত করেন?

উত্তর: 14 দফা দাবি উত্থাপন করেন‌ মোহাম্মদ আলী জিন্না।

  1. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন?

উত্তর: সুলতান ইলতুৎমিসের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন।

  1. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী ছিল?

উত্তর: ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল হিন্দুস্থান সোস‍্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন।

  1. কৌলিন্য প্রথা কে প্রচলন করেন?

উত্তর: বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেন।

  1. ইনক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন?

উত্তর: বিপ্লবী ভগৎ সিং ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন।

  1. সিন্ধু সভ্যতার স্নানাগারের নিদর্শন কোথায় পাওয়া গেছে?

উত্তর: সিন্ধু সভ্যতার মহেঞ্জোদাড়োতে একটি বিশালাকার স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে।

  1. ইয়ং বেঙ্গলের প্রধান প্রাণপুরুষ কে ছিলেন?

উত্তর: ইয়ং বেঙ্গলের প্রধান প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও।

  1. শিখদের দশম ধর্মগুরু কে ছিলেন?

উত্তর: গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশম ধর্মগুরু।

  1. সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন?

উত্তর: সাইমন কমিশনে কোন ভারতীয় প্রতিনিধি না থাকায় ভারতীয়রা অসন্তুষ্ট ছিল।

  1. অশোক কবে সিংহাসনে বসেন?

উত্তর: খ্রিস্টপূর্ব 273 অব্দে অশোক সিংহাসনে বসেন।

  1. বাঘা যতীনের পুরো নাম কী ছিল?

উত্তর: বাঘা যতীনের পুরো নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

  1. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তর: গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন।

  1. সিন্ধু সভ্যতার শস্য ভান্ডারের নিদর্শন কোথায় পাওয়া গেছে?

উত্তর: হরপ্পায় সিন্ধু সভ্যতার শস্য ভান্ডারের নিদর্শন পাওয়া গেছে।

  1. সিপাহী বিদ্রোহে কোন মুঘল সম্রাট বন্দী হয়েছিলেন?

উত্তর: সিপাহী বিদ্রোহে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হয়েছিলেন।

  1. আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল?

উত্তর: আর্যদের স্বর্ণ মুদ্রার নাম ছিল নিষ্ক।

  1. কোন আইনে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হয়?

উত্তর: পিটের আইনে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হয়।

  1. বোম্বাইতে নৌ বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর: বোম্বাইতে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ ছিল।

  1. কোন মোগল সম্রাটের আমলে কলকাতা শহরের পত্তন হয়?

উত্তর: সম্রাট ঔরঙ্গজেবের আমলে আমলে কলকাতা শহরের পত্তন হয়।

  1. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: 1932 খ্রিস্টাব্দে 17 ই নভেম্বর তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

  1. কার রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করে?

উত্তর: সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করে।

  1. কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল?

উত্তর: 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল।

  1. মুঘল যুগের দুটি বিখ্যাত বন্দরের নাম করো?

উত্তর: মুঘল যুগের দুটি বিখ্যাত বন্দর ছিল সুরাট ও কলিকট।

  1. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন।

  1. হোমরুল কথার অর্থ কি?

উত্তর: হোমরুল কথার অর্থ হল স্বায়ত্তশাসন।

  1. ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেল স্থাপন করেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।

  1. বখতিয়ার খিলজি কার আমলে বাংলা জয় করেছিল?

উত্তর: লক্ষণ সেনের আমলে বখতিয়ার খিলজি বাংলা জয় করেছিল।

  1. সীমান্ত গান্ধী কাকে বলা হত?

উত্তর: খান আবদুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হত।

  1. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতি প্রতিষ্ঠা করেছিলেন।

  1. গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল?

উত্তর: আমেরিকার সানফ্রান্সিসকোতে গদর পার্টি গঠিত হয়েছিল।

  1. ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন?

উত্তর: ক্যাবিনেট মিশনের সভাপতি ছিলেন প‍্যাথিক লরেন্স।

  1. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?

উত্তর: ফিরোজ শাহ তুঘলক একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন।

  1. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

উত্তর: ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

Leave a Comment