এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড কাকে বলে এবং কেন বলে?: চীনের ইয়াংসি কিয়াং অববাহিকার হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত অঞ্চলটি ইয়াংসিকিয়াং এর বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। এই ইয়াংসিকিয়াং নদীর বদ্বীপ অঞ্চলকেই চীনের হল্যান্ড বলা হয়।
ইউরোপ মহাদেশের হল্যান্ড বা নেদারল্যান্ডের মত ইয়াংসিকিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে অসংখ্য খাঁড়ি, জলাভূমি, খাল, অসংখ্য শাখা নদী ও সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমি বা পোল্ডার ভূমি দেখা যায়। এছাড়া ইয়াংসিকিয়াং নদীর বদ্বীপ অঞ্চলটি নিম্নভূমি হওয়ায় বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এখানকার খালগুলির ধারে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয়েছে। হল্যান্ডের পোল্ডার ভূমি অঞ্চলেও এরকম অসংখ্য মজবুত কংক্রিটের বাঁধ দেখা যায়। হল্যান্ডের পোল্ডার ভূমির সাথে চীনের ইয়াংসিকিয়াং অববাহিকার বদ্বীপ অঞ্চলের এইসব সাদৃশ্য থাকার জন্য একে চীনের হল্যান্ড বলা হয়।