রেড বেসিন কি? | Sichuan Basin Or Red Basin

Rate this post

রেড বেসিন কি? | Sichuan Basin Or Red Basin: ইয়াংসি নদীর উৎস অঞ্চলে বিভিন্ন উপনদীর সঞ্চয়কার্যের ফলে যে লাল রঙের অববাহিকা সৃষ্টি হয়েছে, তাকে রেড বেসিন (Sichuan Basin Or Red Basin) বলা হয়। এই অববাহিকা সেজুয়ান অববাহিকা নামেও পরিচিত। এই অববাহিকাটি বেলেপাথর দিয়ে গঠিত। ইয়াংসিকিয়াং নদীর উৎস থেকে ইচাং পর্যন্ত এই অববাহিকা বিস্তৃত। এই অববাহিকা মনোরম জলবায়ুযুক্ত, কৃষি সমৃদ্ধ ও জনবহুল।

Leave a Comment