Indian Geography MCQ GK in Bengali – ভারতের ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian Geography MCQ GK in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ভারতের ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
1) ভারতের যে উপকূল বরাবর সবচেয়ে বেশি উপহ্রদ বা লেগুন দেখা যায়, সেটি হল
A. মালাবার উপকূল
B. কোঙ্কন উপকূল
C. করমন্ডল উপকূল
D. কাথিয়াবাড় উপকূল
উত্তর – মালাবার উপকূল
2. নিম্নলিখিত কোনটি রামেশ্বরম দ্বীপকে ভারতীয় মূল ভূখন্ড থেকে পৃথক করেছে
A. 9⁰ চ্যানেল
B. 10⁰ চ্যানেল
C. পক প্রণালী
D. পাম্বান চ্যানেল
উত্তর – পাম্বান চ্যানেল
3. তিস্তা নদী কোন নদীর উপনদী
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. মহানদী
উত্তর – ব্রহ্মপুত্র
4. কাবেরী নদী যে যে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে
A. মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু
B. কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু
C. মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু
D. কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ
উত্তর – কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু
5. ভারতে টপোগ্রাফিকাল ম্যাপ তৈরি করে
A. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
B. সার্ভে অফ ইন্ডিয়া
C. প্রতিরক্ষা দপ্তর
D. জিওগ্রাফিকাল সার্ভে অফ ইন্ডিয়া
উত্তর – জিওগ্রাফিকাল সার্ভে অফ ইন্ডিয়া
6. Cottonopolis of India বলা হয়
A. কানপুর
B. আমেদাবাদ
C. মুম্বাই
D. কোয়েম্বাটুরকে
উত্তর – মুম্বাই কে
7. পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম
A. পূর্ব মেদিনীপুর
B. কোচবিহার
C. উত্তর দিনাজপুর
D. মালদা
উত্তর – উত্তর দিনাজপুর
8. নিম্নলিখিত যে নদীটি মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে
A. গঙ্গা
B. যমুনা
C. ইরাবতী
D. শতদ্রু
উত্তর – শতদ্রু
9. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হল
A. মথুরা
B. দিগবয়
C. কয়ালি
D. ট্রম্বে
উত্তর – ট্রম্বে
10. নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র টি অবস্থিত
A. উত্তরপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. তামিলনাড়ু
D. কর্ণাটক
উত্তর – তামিলনাড়ু তে
11. নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত
A. গোদাবরী
B. তাপ্তি নদী
C. কৃষ্ণা
D. কাবেরী নদী
উত্তর – তাপ্তি নদী
12. ভারতের প্রাচীনতম পর্বত হল
A. সাতপুরা
B. বিন্ধ পর্বত
C. আরাবল্লী পর্বত
D. হিমালয় পর্বত
উত্তর – আরাবল্লী পর্বত
13. ভারতের সবচেয়ে পুরাতন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল
A. কালপক্কম
B. তারাপুর
C. নারোরা
D. কোটা
উত্তর – তারাপুর
14. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত
A. দিল্লি
B. ভূপাল
C. দেরাদুন
D. লখনৌ
উত্তর – দেরাদুন
15. ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল হল
A. পশ্চিমঘাট পর্বতের পূর্ব অংশ
B. ছোটনাগপুর মালভূমি
C. হিমালয়ের পাদদেশ
D. মরু অঞ্চল
উত্তর – পশ্চিমঘাট পর্বতের পূর্ব অংশ
16. শিকড় আলগা শিল্প হল
A. ইলেকট্রনিকস
B. চামড়া শিল্প
C. কাগজ
D. সিমেন্ট
উত্তর – চামড়া শিল্প
17. সাইলেন্ট ভ্যালি অবস্থিত
A. তামিলনাড়ু
B. অসম
C. কেরালা
D. রাজস্থান
উত্তর – কেরালায়
18. ভারতের বৃহত্তম শিপ ইয়ার্ড বা জাহাজ নির্মাণ কেন্দ্র হল
A. কোচিন শিপইয়ার্ড লিমিটেড, কেরালা
B. দ্য গার্ডেন রিচ, কলকাতা
C. হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, বিশাখাপত্তনম
D. দ্য মাজগাও ডক
উত্তর – হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড বিশাখাপত্তনম
19. জোজিলা পাস যুক্ত করেছে
A. কাশ্মীর ভ্যালি ও লাদাখ কে
B. লাহুল ভ্যালি ও স্পিটি কে
C. চুম্বি ভ্যালি ও সিকিমকে
D. অরুণাচল প্রদেশ ও তিব্বতকে
উত্তর – কাশ্মীর ভ্যালি ও লাদাখ কে
20. যে উপকূল বরাবর পুলিকট হৃদটি অবস্থিত সেটি হল
A. মালাবার উপকূল
B. করমন্ডল উপকূল
C. কঙ্কন উপকূল
D. ওপরের কোনোটিই নয়
উত্তর – করমন্ডল উপকূলে
21. যোদুগোড়া ইউরেনিয়াম খনি টি অবস্থিত
A. রাজস্থান
B. কেরালা
C. ঝাড়খন্ড
D. কর্ণাটকে
উত্তর – ঝাড়খন্ড
22. সরামতি, যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
A. নাগা পর্বত
B. আরাবল্লী
C. হিমালয়
D. নীলগিরি
উত্তর – নাগা পর্বত
23. ভারতের প্রাচীনতম তৈল খনি হল
A. নাহারকাটিয়া
B. আঙ্কেলেস্বর
C. মোরান
D. ডিগবয়
উত্তর – ডিগবয়
24. দণ্ডকারণ্য প্রকল্প টি অবস্থিত
A. তামিলনাড়ু
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. গোয়ায়
উত্তর – মধ্যপ্রদেশে
25. আইসোয়েট লাইন দ্বারা দেখানো হয়
A. তাপমাত্রা
B. বৃষ্টিপাত
C. তুষারপাত
D. আর্দ্রতা
উত্তর – বৃষ্টিপাত
26. নিম্নলিখিত কোন চ্যানেল টি কর নিকোবর কে লিটল আন্দামান থেকে পৃথক করেছে
A. 9⁰ চ্যানেল
B. 8⁰ চ্যানেল
C. 10⁰ চ্যানেল
D. 7⁰ চ্যানেল
উত্তর – 9⁰ চ্যানেল
27. মহারাষ্ট্রের প্রধান মৃত্তিকা হলো
A. লোহিত মৃত্তিকা
B. ল্যাটেরাইট মৃত্তিকা
C. কৃষ্ণ মৃত্তিকা
D. ক্ষারীয় মৃত্তিকা
উত্তর – কৃষ্ণ মৃত্তিকা
28. ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য দেখা যায়
A. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে
B. আসাম উপত্যকায়
C. ছোটনাগপুর মালভূমি অঞ্চলে
D. হিমালয় পার্বত্য অঞ্চল
উত্তর – আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে
29. 8⁰ চ্যানেল পৃথক করেছে
A. লক্ষদ্বীপ ও মালদ্বীপকে
B. আন্দামান ও নিকোবর দ্বীপ কে
C. ভারত ও শ্রীলঙ্কাকে
D. আরব সাগর ও ভারত মহাসাগরকে
উত্তর – লক্ষদ্বীপ ও মালদ্বীপকে
30. উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী হল
A. কৃষ্ণা নদী
B. গোদাবরী নদী
C. মহানদী
D. নর্মদা নদী
উত্তর – গোদাবরী নদী
31. নিম্নলিখিত কোন নদীর প্রবাহপথ সবচেয়ে দীর্ঘ
A. গঙ্গা
B. ব্রহ্মপুত্র
C. সিন্ধু
D. নর্মদা
উত্তর – ব্রহ্মপুত্র
32. ‘Patland’ দেখা যায়
A. মালব মালভূমিতে
B. বুন্ডেলখন্ড উচ্চ ভূমিতে
C. ছোটনাগপুর মালভূমিতে
D. মহারাষ্ট্র মালভূমিতে
উত্তর – ছোটনাগপুর মালভূমিতে
33. গঙ্গার ডান দিকের উপনদী হল
A. যমুনা
B. গন্ডক
C. কালি
D. তিস্তা
উত্তর – যমুনা
34. পূর্ব ও পশ্চিম ঘাট পর্বতমালা মিলিত হয়েছে
A. নীলগিরি পার্বত্য অঞ্চলে
B. বিন্ধ পর্বতে
C. সাতপুরা পর্বতে
D. পালনি পর্বতে
উত্তর – নীলগিরি পার্বত্য অঞ্চলে
35. নিম্নলিখিত যে রাজ্যে ডেকান ট্র্যাপ দেখা যায় না
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. তামিলনাড়ু
উত্তর – গুজরাটে
36. ভারতের একটি Twin city এর উদাহরণ হল
A. মুম্বাই-পুনে
B. হায়দ্রাবাদ- সেকেন্দ্রাবাদ
C. হাওড়া-কলকাতা
D. ব্যাঙ্গালোর-মহিশূর
উত্তর – হায়দ্রাবাদ- সেকেন্দ্রাবাদ
37. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়
A. সোনাপুর কে
B. কোয়েম্বাটুর কে
C. চেন্নাই কে
D. মাদুরাই কে
উত্তর – কোয়েম্বাটুর কে
38. নেপা নিউজপ্রিন্ট কারখানাটি অবস্থিত
A. মহারাষ্ট্রে
B. তামিলনাড়ুতে
C. হিমাচল প্রদেশ
D. মধ্যপ্রদেশে
উত্তর – মধ্যপ্রদেশে
39. সাগরমাতা বলা হয়
A. ধৌলা গিরি
B. কাঞ্চনজঙ্ঘা
C. নাঙ্গা পর্বত
D. মাউন্ট এভারেস্ট
উত্তর – মাউন্ট এভারেস্ট কে
40. ভিলাই লৌহ ইস্পাত শিল্প কারখানা টি যে দেশের সহযোগিতায় গড়ে উঠেছে তা হল
A. জার্মানি
B. ব্রিটিশ যুক্তরাজ্য
C. রাশিয়া
D. আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর – রাশিয়া
41. ভারতের শীতল মরুভূমি হল
A. শিলং মালভূমি
B. থর মরুভূমি
C. তিব্বত মালভূমি
D. লাদাখ মালভূমি
উত্তর – লাদাখ মালভূমি
42. শীতকালে উত্তরের সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য দায়ী
A. বজ্রবিদ্যুৎ
B. পূর্বালী নিম্নচাপ
C. পশ্চিমী ঝঞ্জা
D. মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন
উত্তর – পশ্চিমী ঝঞ্জা
43. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র টি গড়ে ওঠে
A. মান্ডিতে
B. দার্জিলিঙে
C. শিবসমুদ্রম
D. পাইকারায়
উত্তর – দার্জিলিঙে