ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF – Indian Geography PDF in Bengali: ভারতের ভূগোল (Indian Geography) থেকে 50 টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam : Government Jobs and Private Jobs) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা ভারতের ভূগোল (Indian Geography) থেকে জেনেরাল নলেজ (General Knowledge) এর প্রশ্ন উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF – Indian Geography PDF in Bengali
১. ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
Ans: দক্ষিণ দিকে
২. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?/ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans: কাঞ্চনজঙ্ঘা
৩. গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম লেখো।
Ans: গোমতী
৪. নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়?
Ans: পশ্চিমঘাট পর্বতমালা
Note: আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী রাজ্য কেরালাতে ভারতবর্ষের প্রথম বৃষ্টিপাত হয়।
৫. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?
Ans: ভাবর
৬. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?
Ans: ভিতরকণিকা
Note: ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ওড়িশায় অবস্থিত। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।
৭. নিম্নের কোনটি বাগিচা ফসলের উদাহরণ?
Ans: চা
Note: বাগিচা ফসল গুলি হল – চা, কফি, রবার।
৮. ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?
Ans: ভিলাই
Note: ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল জামশেদপুর।
৯. ভারতে জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর (2011 আদমশুমারি)?
Ans: 69.89 বছর
Note: পুরুষের প্রত্যাশিত আয়ুষ্কাল 67.46 বছর। নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল 72.61 বছর।
১০. ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি?
Ans: NH-2
Note: ভারতের NH-2 সড়ক পথটি ‘গ্ৰ্যান্ড ট্রাংক রোড’ বা ‘শেরশাহ সুরি’ রোড নামে পরিচিত। এটি দিল্লি থেকে কলকাতা (ডানকুনি) পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য 1,465 কিমি।
১১. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?
Ans: গোয়া
১২. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?/ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans: আনাইমুদি
১৩. কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি?
Ans: তাপ্তী
১৪. আসামে কালবৈশাখী ঝড় কি নামে পরিচিত?
Ans: বরদৈছিলা
Note: কালবৈশাখীর অপর নাম নরওয়েস্টার। উত্তর-পশ্চিম (North-west) দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম Norwester ।
১৫. রাঢ় সমভূমি অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?
Ans: ভাঙ্গর
১৬. 200 সেমি -এর বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন উদ্ভিদ জন্মায়?
Ans: চিরহরিৎ উদ্ভিদ
Note: এখানে রবার, আয়রনউড, রোজউড, মেহগনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।
১৭. সোনালী পানীয় কাকে বলা হয়?
Ans: চা
Note: সোনালী তন্তু বলা হয় পাটকে।
১৮. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?
Ans: বেঙ্গালুরুকে
Note: তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের জন্য বেঙ্গালুরু ‘ভারতের সিলিকন ভ্যালি’ নামে পরিচিত।
১৯. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
Ans: কেরালা
Note: কেরালা রাজ্যে সাক্ষরতার হার 93.91% ।
২০. কলকাতা ও দিল্লির মধ্যবর্তী জাতীয় সড়ক পথটির নাম কি?
Ans: NH-2
২১. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি?
Ans: অন্ধ্রপ্রদেশ
২২. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলা হয়?
Ans: ধান্দ
Note: ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল সম্বর।
২৩. নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা?
Ans: ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
২৪. নাগপুরে অতি অল্প বৃষ্টিপাতের কারণ কি?
Ans: নাগপুর অনুবাত ঢালে অবস্থিত
২৫. মরু অঞ্চলের মাটিতে কি চাষ ভালো হয়?
Ans: মিলেট
২৬. ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?
Ans: উপকূল অঞ্চলে
Note: ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হল- সুন্দরী, গরান, গেঁওয়া, হোগলা, হেতাল, পিটুলি, গোলপাতা, ক্যাওড়া, ছাতিম, কেয়া, বনতুলসী প্রভৃতি।
২৭. প্রাক বর্ষায় চাষ করা হয় কোন শস্য?
Ans: খারিফ শস্য
Note: এই সময় ধান, পাট, তুলো, আখ, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি চাষ করা হয়।
২৮. শিকড় আলগা শিল্প বলা হয় কোন শিল্পকে?
Ans: কার্পাস শিল্পকে
২৯. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা কত?
Ans: 940 জন
Note: পশ্চিমবঙ্গে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা 947 জন।
৩০. দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: কলকাতা
Note: দক্ষিণ-পূর্ব রেলপথকে ‘ইস্পাত রেলপথ’ বলে।
৩১. ম্যাকমোহন লাইনটি দেখা যায় –
Ans: অরুণাচল প্রদেশে
Note: ম্যাকমোহন লাইন ভারত ও চিনের সীমানা নির্ধারণ করে।
৩২. ‘ময়দান’ কথাটির অর্থ কি?
Ans: তরঙ্গায়িত উচ্চভূমি
৩৩. ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ কোনটি?
Ans: প্যাংগং
৩৪. ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি?
Ans: জয়সলমির
৩৫. নবীন পলি মৃত্তিকা খাদার ভারতের কোন রাজ্যে দেখা যায়?
Ans: উত্তরপ্রদেশ
Note: গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি খাদার বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারে দেখা যায়।
৩৬. চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে?
Ans: পর্ণমোচী অরণ্যে
৩৭. কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: গুজরাট
Note: মহারাষ্ট্র কার্পাস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। তেলেঙ্গানা কার্পাস উৎপাদনে ভারতে তৃতীয়।
৩৮. সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলে?
Ans: মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
৩৯. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
Ans: দিল্লি
Note: দিল্লির জনঘনত্ব 11,297 জন / বর্গকিমি। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জন / বর্গকিমি)।
৪০. নাম্মা মেট্রো কোথায় দেখা যায়?
Ans: বেঙ্গালুরুতে
৪১. ইন্দিরা পয়েন্ট -এর অপর নাম কি?
Ans: পিগম্যালিয়ান পয়েন্ট
৪২. পাঞ্জাবের নবীন পলি গঠিত অঞ্চলকে কি বলা হয়?
Ans: বেট
৪৩. নিম্নের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত?
Ans: লখনউ
৪৪. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কি?
Ans: প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু
৪৫. ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: যোধপুর-এ
৪৬. কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?
Ans: ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
৪৭. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
Ans: উত্তরপ্রদেশ
Note: গম উৎপাদনে মধ্যপ্রদেশ রাজ্য দ্বিতীয়। গম উৎপাদনে পাঞ্জাবের স্থান ভারতে তৃতীয়।
৪৮. ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত?
Ans: চিত্তরঞ্জন
Note: ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত।
৪৯. ভারতের জনঘনত্ব কত ?
Ans: 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গকিমি।
৫০. ভারতের দীর্ঘতম রজ্জুপথের নাম কি?
Ans: ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ
Note: এটি ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ, এর দৈর্ঘ্য 30 কিমি।