ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF | Indian National Movement Question Answer

5/5 - (1 vote)

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian National Movement Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF.

নিচে Indian National Movement Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF | Indian National Movement Question Answer

১)দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ কি ধরনের পত্রিকা?

Ans: সাপ্তাহিক পত্রিকা।

২)হুতোম পেঁচা কার ছদ্মনাম?

Ans: কালীপ্রসন্ন সিংহ।

৩) উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?

Ans: 1854 খ্রিস্টাব্দে।

৪) হান্টার কমিশন কে কবে গঠন করেন?

Ans: 1882 খ্রিস্টাব্দে, লর্ড রিপন।

৫)বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans: তিতুমীর।

৬) দেবী চৌধুরানী কোন বিদ্রোহের নেতৃত্ব দেন?

Ans: সন্ন্যাসী ফকির বিদ্রোহ।

৭) ভারতের প্রথম ভাইসরয় কে নিযুক্ত হন?

Ans: লর্ড ক্যানিং।

৮) বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন?

Ans: স্বামী বিবেকানন্দ।

৯) ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন?

Ans: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

১০) ক্যালকাটা গেজেট কে প্রকাশ করেন?

Ans: জেমস অগাস্টাস হিকি।

১১)AITUC কবে প্রতিষ্ঠিত হয়?

Ans: 1920 খ্রিস্টাব্দে।

১২) শের-ই-বাংলা কাকে বলা হয়?

Ans: আবুল কাশেম ফজলুল হক।

১৩) রুম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans: আল্লুরি সীতারাম রাজু।

১৪) দিপালী সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?

Ans: লীলা নাগ, 1923 খ্রিস্টাব্দে।

১৫)ধরসনা লবনগোলা সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন?

Ans: সরোজিনী নাইডু।

১৬) কলকাতায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?

Ans: প্রমথনাথ মিত্র।

১৭) রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?

Ans: 1953 খ্রিষ্টাব্দে।

১৮)1947 খ্রিস্টাব্দে ভারতের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?

Ans: ভি পি মেনন।

১৯) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২০) ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?

Ans: হাজী শরীয়াতুল্লাহ।

২১) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

Ans: 1857 খ্রিস্টাব্দে, 24 শে জানুয়ারি।

২২) রশিদ আলী দিবস কবে পালন করা হয়?

Ans: 1946 খ্রিস্টাব্দের 12 ই ফেব্রুয়ারি।

২৩) নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে?

Ans: মাইকেল মধুসূদন দত্ত ।

২৪) কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

Ans: 1883 খ্রিস্টাব্দে।

২৫) শান্তিনিকেতনের আশ্রম প্রথম কে তৈরি করেছিলেন?

Ans: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

২৬) লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans: কাজী নজরুল ইসলাম।

২৭) বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন?

Ans: জগদীশচন্দ্র বসু, 1917 খ্রিস্টাব্দে।

২৮) কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়?

Ans: চৌরিচৌরা ঘটনা।

২৯) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?

Ans: জ্যোতিবা ফুলে।

৩০) সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans: ঈশ্বর গুপ্ত।

৩১) নববিধান ব্রাহ্মসমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?

Ans: কেশব চন্দ্র সেন, 1880 খ্রিস্টাব্দে।

৩২) হিন্দু কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

Ans: ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে।

৩৩) কোন উপন্যাস থেকে সাঁওতাল বিদ্রোহের কথা জানা যায়?

Ans: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাস থেকে।

৩৪) বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন?

Ans: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৩৫) সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল?

Ans: ব্যারাকপুরে।

৩৬) বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?

Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৩৭) কবে বন্দেমাতরম সঙ্গীতটি জাতীয় সংগীতের মর্যাদা পায়?

Ans: 1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।

৩৮) দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans: জেসি মার্শম্যান।

৩৯) আধুনিক রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয়?

Ans: প্রশান্তচন্দ্র মহলানবিশ।

৪০) চম্পারন কৃষি বিল কবে পাস হয়?

Ans: 1917 খ্রিস্টাব্দে।

৪১) কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুজন নেতার নাম লেখ?

Ans: জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।

৪২) বামপন্থীরা ভারত ছাড়ো আন্দোলনকে কি নামে অভিহিত করেছিল?

Ans: গণবিপ্লব।

৪৩) “মিলন মন্দির” কে স্থাপন করেন?

Ans: আনন্দমোহন বসু।

৪৪) রাষ্ট্রীয় মহিলা সংঘ কে কবে প্রতিষ্ঠা করেন?

Ans: বাসন্তী দেবী, 1928 খ্রিস্টাব্দে।

৪৫) কসাই কাজী কাকে বলা হত?

Ans: কিংসফোর্ড।

৪৬) অন্তর্জলী যাত্রা উপন্যাসটির রচয়িতা কে?

Ans: কমলকুমার মজুমদার।

৪৭) ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে?

Ans: অষ্টম তফসিলে।

৪৮)”পাক প্রণালি” গ্রন্থটি রচয়িতা কে?

Ans: বিপ্রদাস মুখোপাধ্যায়।

৪৯) বাউল গানের প্রবর্তন কে করেন?

Ans: লালন ফকির।

৫০) “মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত”-উক্তিটি কার?

Ans: স্বামী বিবেকানন্দ।

৫১) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

Ans: গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

৫২) কোন শহরকে ভারতের সংস্কৃতির শহর বলা হয়?

Ans: কলকাতা।

৫৩) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৪) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

Ans: ডেভিড হেয়ার।

৫৫) সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে কে মধ্যস্থতা করেছিলেন?

Ans: সর্দার বল্লভ ভাই প্যাটেল।

৫৬) শ্রীরামপুর মিশন কে তৈরি করেন?

Ans: উইলিয়াম কেরি।

৫৭)”শব্দকল্পদ্রুম” গ্রন্থটি কে রচনা করেন?

Ans: রাধাকান্ত দেব।

৫৮) বিরসা মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল?

Ans: মুন্ডা বিদ্রোহ।

৫৯) ফরাজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

Ans: হাজী শরীয়ত উল্লাহ।

৬০) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

Ans: লর্ড ক্যানিং।

৬১) জমিদার সভা কে কবে প্রতিষ্ঠা করেন?

Ans: দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব, 1838 খ্রিস্টাব্দে।

৬২) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

Ans: কেশবচন্দ্র সেন।

৬৩) ভারতমাতা চিত্রটির সৃষ্টিকর্তা কে?

Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর।

৬৪) বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন?

Ans: 1917 খ্রিস্টাব্দে, জগদীশচন্দ্র বোস।

৬৫) আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক কাকে বলা হয়?

Ans: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬৬) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

Ans: 1927 খ্রিস্টাব্দে।

৬৭)AITUC প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: দেওয়ান চমনলাল।

৬৮) কোন মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল?

Ans: মিরাট ষড়যন্ত্র মামলা।

৬৯) গান্ধী বুড়ি কাকে বলা হত?

Ans: মাতঙ্গিনী হাজরা।

৭০) বেঙ্গল ভলান্টিয়ার্স দল কে গঠন করেন?

Ans: হেমচন্দ্র ঘোষ।

৭১) সত্যশোধক সমাজ কে গঠন করেন?

Ans: জ্যোতিবা ফুলে।

৭২) ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়?

Ans: 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই।

৭৩) নববিধান ব্রাহ্মসমাজ কে গঠন করেন?

Ans: কেশব চন্দ্র সেন।

৭৪) ভারতীয় জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়?

Ans: স্বামী বিবেকানন্দ।

৭৫) রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে?

Ans: মানবেন্দ্রনাথ রায়।

৭৬) দেশীয় রাজ্যগুলির পুনর্গঠনের দায়িত্ব কাকে দেয়া হয়?

Ans: বল্লভ ভাই প্যাটেল।

৭৭) ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন?

Ans: 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৭৮) ধীরাজ রঞ্জন কোন বিদ্রোহের নেতা ছিলেন?

Ans: রংপুর বিদ্রোহের।

৭৯) কার্লাইল সার্কুলার কবে জারি হয়?

Ans: 1905 খ্রিস্টাব্দে।

৮০) রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে‌ ছিলেন?

Ans: এডউইন লুটিয়েন।

৮১) সাধারন জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?

Ans: 1823 খ্রিস্টাব্দে।

৮২)1853 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans: গিরিশচন্দ্র ঘোষ।

৮৩) গোঁসাইজি নামে কে পরিচিত?

Ans: বিজয় কৃষ্ণ গোস্বামী।

৮৪) বাংলার নানাসাহেব কাকে বলা হয়?

Ans: রাম রতন মল্লিক।

৮৫) “The Blue Mutiny” গ্রন্থটি কার লেখা?

Ans: ব্লেয়ার কিং।

৮৬) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে প্রবর্তন করেন?

Ans: লর্ড লিটন,1878 খ্রিস্টাব্দে।

৮৭) এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?

Ans: রাজা রাজেন্দ্রলাল মিত্র।

৮৮) কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়?

Ans: উদ্বোধন পত্রিকায়।

৮৯) বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন?

Ans: পঞ্চানন কর্মকার।

৯০) ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়?

Ans: মহেন্দ্রলাল সরকার।

৯১) রম্পা উপজাতীয় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

Ans: গোদাবরী উপত্যাকায়।

৯২) মোপলা বিদ্রোহে ধর্মীয় অনুপ্রেরণা কে দিয়েছিলেন?

Ans: আলি মুসালিয়র।

৯৩) নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন?

Ans: উর্মিলা দেবী।

৯৪) কোন পত্রিকার মাধ্যমে গান্ধীজি অসহযোগ আন্দোলনে নারীদের যোগদান করার জন্য আহ্বান জানান?

Ans: ইয়ং ইন্ডিয়া।

৯৫) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন?

Ans: ফজল আলি।

৯৬) “অর্ধেক জীবন” গ্রন্থটি কে রচনা করেন?

Ans: সুনীল গঙ্গোপাধ্যায়।

৯৭) মতুয়া ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

Ans: হরিচাঁদ ঠাকুর।

৯৮) ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ছিল?

Ans: তারিকা-ই-মোহাম্মদিয়া।

৯৯) বাসন্তী দেবী কোন আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন?

Ans: অসহযোগ আন্দোলন।

১০০) কোন আন্দোলনের স্লোগান ছিল “নিজ খামারে ধান তোল”

Ans: তেভাগা আন্দোলন।

Leave a Comment