কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নোত্তর – Kolkata Police Constable GK Questions Answers

Rate this post

কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নোত্তর – Kolkata Police Constable GK Questions Answers: আজকলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নোত্তরটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Kolkata Police Constable GK Questions Answers প্রশ্ন উত্তরগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নোত্তর – Kolkata Police Constable GK Questions Answers

০১)  হর্ষচরিত এর রচয়িতা কে ?

উত্তর: বানভট্ট

০২) কোষের শক্তিঘর কাকে বলা হয় ?

উত্তর: মাইটোকনড্রিয়া

০৩) ২০১১ সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক ?

উত্তর: মেঘালয়

০৪) নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় ?

উত্তর: অমরকন্টক

০৫) RBI কত খ্রিস্টাব্দে জাতীয়করণ করা হয় ?

উত্তর: ১৯৪৯

০৬) RBI এর প্রথম গভর্নর জেনারেলের নাম কি ?

উত্তর: ওসবর্ন স্মিথ

০৭) RBI এর প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি ?

উত্তর: সি ভি দেশমুখ

০৮) চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন ?

উত্তর: বিন্দুসার

০৯) সম্প্রতি সন্তোষ ট্রফির ফাইনালে জয়ী হয়েছে কোন রাজ্য ?

উত্তর: কেরালা

১০) কোন রাজ্যের লিভিং রুট ব্রিজ সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ অস্থায়ী  তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?

উত্তর: মেঘালয়

১১) প্রতিবছর কত তারিখে বিশ্ব কবিতা দিবস পালন করা হয় ?

উত্তর: ২১ শে মার্চ

১২) এয়ার ইন্ডিয়ার নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর: ক্যাম্পবেল উইলসন

১৩) কে ভারতের ২৫ তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ?

উত্তর: রাজীব কুমার

১৪) ভারতীয় কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান ?

উত্তর: আশাপূর্ণা দেবী

১৫) কবি শঙ্খ ঘোষ কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?

উত্তর: ২০১৬

১৬) বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?

উত্তর: ৬ বছর

১৭) সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি ?

উত্তর: শুক্র

১৮) প্রতিবছর কত তারিখে ডেঙ্গু জাতীয় দিবস পালন করা হয় ?

উত্তর: ১৬ মে

১৯) প্রতিবছর কত তারিখে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় ?

উত্তর: ২৮ শে ফেব্রুয়ারি

২০) অর্থনীতি তে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?

উত্তর: অমর্ত্য সেন

২১) অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে ?

উত্তর: 17 নম্বর ধারা

২২) সুবর্ণরেখা নদীর এর উপর সৃষ্ট জলপ্রপাত এর নাম কি ?

উত্তর: হুড্রু জলপ্রপাত

২৩) ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?

উত্তর: কুঞ্চিকল জলপ্রপাত

২৪) ভারতের নায়াগ্রা জলপ্রপাত / প্রশস্ত জলপ্রপাত এর নাম কি ?

উত্তর: চিত্রকূট জলপ্রপাত

২৫) ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে ?

উত্তর: মানিক সাহা

২৬) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পার্লামেন্টকে সংবিধান সংশোধনের অনুমোদন দিয়েছে ?

উত্তর: আর্টিকেল 368

২৭) ভারতবর্ষের কে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে ?

উত্তর: রাষ্ট্রপতি

২৮) রাষ্ট্রপতি শাসন আইন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে ?

উত্তর: আর্টিকেল 356

২৯) পশ্চিমবঙ্গের কোথায় কাগজ শিল্পের জন্য বিখ্যাত ?

উত্তর: টিটাগর

৩০) পশ্চিমবঙ্গের কোন জায়গা বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ?

উত্তর: ঘুসুড়ি

৩১) SEBI এর প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিয়োগ হলেন কে ?

উত্তর: মাধবী পুরি বুচ

৩২) ২০২২ ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হচ্ছে কোথায় ?

উত্তর: নিউজিল্যান্ড

৩৩) The Country of First Boys শীর্ষক পুস্তকটির লেখক কে ?

উত্তর: অমর্ত্য সেন

৩৪) আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কি ?

উত্তর: মধ্যপ্রদেশ

৩৫) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?

উত্তর:  ১৯৯৯

৩৬) আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল ?

উত্তর: ঔরঙ্গজেব

৩৭)  ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

উত্তর: ত্রিপুরা

৩৮) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?

উত্তর: আবুল কালাম আজাদ

৩৯) বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?

উত্তর: ৭৮.০২%

৪০) বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত ?

উত্তর:  ২০.৬১%

৪১) হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?

উত্তর:  ২ টি

৪২) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?

উত্তর: গ্রাফাইট

৪৩) লেখার চক কী দিয়ে তৈরী ?

উত্তর: ক্যালসিয়াম সালফেট

৪৪) গ্যাভানাইজিং কী ?

উত্তর: লোহার উপর দস্তার প্রলেপ

৪৫) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?

উত্তর: লাল করে

৪৬) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?

উত্তর: নিউট্রন

৪৭) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?

উত্তর: প্রোটন

৪৮) হীরক উজ্জ্বল দেখায় কেন ?

উত্তর: আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

৪৯)  পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?

উত্তর: ১০৯ টি

৫০) লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী ?

উত্তর: নাইট্রাস অক্সাইড

Leave a Comment