কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর: আজ কলকাতা পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তরটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Kolkata Police Constable Model Questions and Answers গুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
০১) লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর প্রতিশোধ নেয় ?
উত্তর: সরদার উধম সিং
০২) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সংঘটিত হয়েছিল কার নেতৃত্বে ?
উত্তর: সূর্যসেন
০৩) ভারতে কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক রূপে কে পরিচিত ?
উত্তর: মানবেন্দ্রনাথ রায়
০৪) বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কি ছদ্মনামে বাটাভিয়া গিয়েছিলেন ?
উত্তর: এম এন রায়
০৫) মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্কসবাদের দীক্ষিত হন ?
উত্তর: মেক্সিকো
০৬) ভারতে নৌ বিদ্রোহ হয় কবে ?
উত্তর: ১৯৪৬
০৭) ভারতের কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন ?
উত্তর: বি পি ওয়াদিয়া
০৮) নিখিল ভারত কিষান সভার প্রথম অধিবেশন কোথায় বসে ?
উত্তর: লখনৌ
০৯) নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ
১০) ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় কত সালে ?
উত্তর: ১৯২৫ সালে
১১) ১৯৩৫ সালের ভারত শাসন আইন কে দাসত্বের এক নতুন অধ্যায় বলে কে অভিহিত করেছেন ?
উত্তর: জহরলাল নেহেরু
১২) কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৩৪
১৩) কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ
১৪) ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে মে দিবস পালিত হয় ?
উত্তর: ১৯২৩
১৫) মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?
উত্তর: ১৯২৯
১৬) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্য বাহিনী গঠন কে করেছিলেন ?
উত্তর: রাসবিহারী বসু
১৭) বাংলা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিলেন ?
উত্তর: স্যার উইলিয়াম জোন্স
১৮) স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?
উত্তর: বালগঙ্গাধর তিলক
১৯) শেরশাহ সেনাপতির নাম কি ?
উত্তর: ব্রহ্মজিৎ গৌড়
২০) ভারতের সর্ব প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন ?
উত্তর: কুষাণ
২১) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: ডাফরিন
২২) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিলেন ?
উত্তর: দ্বিতীয় শাহ আলম
২৩) রামচরিত কার লেখা ?
উত্তর: সন্ধ্যাকর নন্দী
২৪) কনৌজে 1540 খ্রিস্টাব্দের শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে ?
উত্তর: হুমায়ুন
২৫) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর: ক্যানিং
২৬) মন্থকূপ কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয় ?
উত্তর: ফ্লুবিয়াল
২৭) খাস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর: উত্তরাখণ্ড
২৮) অম্ল বৃষ্টির মূল উপাদান কোনটি ?
উত্তর: সালফার ডাই অক্সাইড
২৯) ভারতবর্ষে পাখির পায়ের মতো ব-দ্বীপ কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর: কৃষ্ণা
৩০) পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর: সেন্ট লরেন্স
৩১) কোটা কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর: চম্বল
৩২) সর্বাধিক বার্লি চাষ হয় কোন রাজ্যে ?
উত্তর: উত্তর প্রদেশ
৩৩) ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্যের নাম কি ?
উত্তর: কেইবুল লামজাও অভয়ারণ্য
৩৪) ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে আছে ?
উত্তর: পাকিস্তান আফগানিস্থান
৩৫) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৫৬৪ কিমি
৩৬) ভারত থেকে ব্রহ্মদেশ কবে পৃথক হয় ?
উত্তর: ১৯৩৭
৩৭) P15 শৃঙ্গ কি নামে পরিচিত ?
উত্তর: মাউন্ট এভারেস্ট
৩৮) ইংল্যান্ডের রাজধানীর নাম কি ?
উত্তর: নুক
৩৯) সাম্রাজ্য শহর কাকে বলা হয় ?
উত্তর: নিউইয়র্ক
৪০) নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় ?
উত্তর: নরওয়ে
৪১) ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর: জহরলাল নেহেরু
৪২) এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
উত্তর: অর্থ সচিব
৪৩) মুদ্রাস্ফীতি কি কারনে হয় ?
উত্তর: ভোগ্য পণ্যের মূল্য বেশি
৪৪) 2006 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর: সুইজারল্যান্ড
৪৫) আদর্শ সংক্রান্ত নীতি কি নির্দেশ করে ?
উত্তর: সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি
৪৬) আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে ?
উত্তর: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৪৭) কোন দেশের জাতীয় আয় কি নির্দেশ করে ?
উত্তর: সে দেশের উৎপাদনের উপাদানের আয় সমষ্টি
৪৮) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত ?
উত্তর: প্রশান্তচন্দ্র মহলানবিশ
৪৯) প্রতিবছর কত তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ?
উত্তর: ২৮ শে ফেব্রুয়ারি
৫০) সম্প্রতি প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্ন কোন দেশের বাসিন্দা ছিলেন ?
উত্তর: অস্ট্রেলিয়া