ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali: একটি দেশের মূল জনগোষ্টী থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত তাদেরকে উপজাতি বলা হয়। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্ট্টকরণ হয়ে থাকে। উপজাতি তারাই যারা ভিন্ন ভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি শংকর জাতি এবং বর্তমানে বৃহত্তসংখ্যক এধরনের মানুষ বসবাস করে।প্রকৃত পক্ষে নিচে দেওয়া জনগোষ্ঠী গুলোই হচ্ছে উপজাতি। তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, পোশাক -পরিচ্ছেদ, খাদ্যভ্যাস, ভাষা, নিজস্ব বর্ণমালা ইত্যাদি।মোট কথা হচ্ছে একটি উপজাতি জনগোষ্ঠী যেসব বৈশিষ্ট্য থাকার কথা তার সব গুলোই নিচের দেওয়া জনগোষ্ঠীদের বৈশিষ্ট্য পাওয়া যায় উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছেঃ- মগ, মুরং, মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং , তঞ্চঙ্গ্যা,বম, লুসাই,চাক ,পানখোয়া, গারো, সাঁওতাল, মণিপুরী ইত্যাদি। উপরোল্লেখিত উপজাতি গুলোর বসাবাস বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় বসাবাস করে আসছে যুগের পর যুগ ধরে।
আজ ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের নামের তালিকা রয়েছে। চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়|যেমন:- ভারতের কোন রাজ্যে বেশি উপজাতি বাস করে? ভারতে কোন কোন উপজাতির সংখ্যা সবথেকে বেশি? ইত্যাদি।
ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali
NO. | উপজাতির নাম | অবস্থান |
---|---|---|
১ | অঙ্গামি | মণিপুর |
২ | আও | নাগাল্যান্ড |
৩ | আদিবাসী | পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় |
৪ | আপাটামি | অরুনাচল প্রদেশ |
৫ | আবোর | উত্তর-পূর্ব ভারত |
৬ | ইরুলা | তামিলনাডু |
৭ | উড়ালিস | কেরল |
৮ | ওংগা | আন্দামান ও নিকোবর |
৯ | ওয়ানচো | উত্তর-পূর্ব ভারত |
১০ | কাটকরি | মধ্যপ্রদেশ |
১১ | কানিকর | তামিলনাডু |
১২ | কুকি | মণিপুর |
১৩ | কোটা | তামিলনাডু নীলগিরি অঞ্চল |
১৪ | কোল | মধ্যপ্রদেশ |
১৫ | কোলাম | অন্ধ্রপ্রদেশ |
১৬ | খাস | উত্তরপ্রদেশ |
১৭ | খাসি | মেঘালয় ও অসম |
১৮ | খোন্ড | ওড়িশা, মধ্যপ্রদেশ |
১৯ | গাদ্দি | হিমাচল প্রদেশ |
২০ | গারো | অসম, মেঘালয় |
২১ | গুজ্জর | জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ |
২২ | গোন্ড | মধ্যপ্রদেশ ও বিহার |
২৩ | গ্যালোং | উত্তর-পূর্ব ভারত |
২৪ | চুটিয়া | অসম |
২৫ | চেনচু | অন্দ্র প্রদেশ, ওড়িশা |
২৬ | চ্যাং | উত্তর-পূর্ব |
২৭ | জয়ন্তিয়া | মেঘালয় |
২৮ | জারোয়া, সেন্টিনেলিস, ওঙ্গিগ্রেট | আন্দামান ও নিকোবর |
২৯ | টোডা | নীলগিরি পর্বত |
৩০ | থারু | উত্তরাখন্ড |
৩১ | নিকোবরি ও শোম্পেন | নিকোবর |
৩২ | বাকারওয়ালস | জম্মু ও কাশ্মীর |
৩৩ | বাদাগাস | তামিলনাডুর নিলগিরি অঞ্চলে |
৩৪ | বীরহোর | মধ্যপ্রদেশ |
৩৫ | বৈগা | মধ্যপ্রদেশ |
৩৬ | ভিল | মধ্য ভারত, রাজস্থান |
৩৭ | ভুইয়া | মধ্যপ্রদেশ |
৩৮ | ভুটিয়া | উত্তরাখন্ডের গাড়ওয়াল অঞ্চল, কুমায়ুন অঞ্চল |
৩৯ | মম্পা | উত্তর-পূর্ব ভারত |
৪০ | মিকির | অসম |
৪১ | মিনা | রাজস্থান |
৪২ | মুরিয়া | ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ |
৪৩ | মোপলা | কেরল |
৪৪ | যুর্বা | তামিলনাডু |
৪৫ | লুসাই | ত্রিপুরা |
৪৬ | লেপচা | সিকিম |
৪৭ | সবরা | মধ্যপ্রদেশ |
৪৮ | সাঁওতাল | পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড |
৪৯ | সেন্টিনেল | আন্দামান ও নিকোবর |