ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali

Rate this post

ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali: একটি দেশের মূল জনগোষ্টী থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত তাদেরকে উপজাতি বলা হয়। মূলত‍ঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্ট্টকরণ হয়ে থাকে। উপজাতি তারাই যারা ভিন্ন ভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি শংকর জাতি এবং বর্তমানে বৃহত্তসংখ্যক এধরনের মানুষ বসবাস করে।প্রকৃত পক্ষে নিচে দেওয়া জনগোষ্ঠী গুলোই হচ্ছে উপজাতি। তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, পোশাক -পরিচ্ছেদ, খাদ্যভ্যাস, ভাষা, নিজস্ব বর্ণমালা ইত্যাদি।মোট কথা হচ্ছে একটি উপজাতি জনগোষ্ঠী যেসব বৈশিষ্ট্য থাকার কথা তার সব গুলোই নিচের দেওয়া জনগোষ্ঠীদের বৈশিষ্ট্য পাওয়া যায় উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছেঃ- মগ, মুরং, মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং , তঞ্চঙ্গ্যা,বম, লুসাই,চাক ,পানখোয়া, গারো, সাঁওতাল, মণিপুরী ইত্যাদি। উপরোল্লেখিত উপজাতি গুলোর বসাবাস বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় বসাবাস করে আসছে যুগের পর যুগ ধরে।

আজ ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের নামের তালিকা রয়েছে। চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়|যেমন:- ভারতের কোন রাজ্যে বেশি উপজাতি বাস করে? ভারতে কোন কোন উপজাতির সংখ্যা সবথেকে বেশি? ইত্যাদি।

ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali

NO.উপজাতির নামঅবস্থান
অঙ্গামিমণিপুর
আওনাগাল্যান্ড
আদিবাসীপশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়
আপাটামিঅরুনাচল প্রদেশ
আবোরউত্তর-পূর্ব ভারত
ইরুলাতামিলনাডু
উড়ালিসকেরল
ওংগাআন্দামান ও নিকোবর
ওয়ানচোউত্তর-পূর্ব ভারত
১০কাটকরিমধ্যপ্রদেশ
১১কানিকরতামিলনাডু
১২কুকিমণিপুর
১৩কোটাতামিলনাডু নীলগিরি অঞ্চল
১৪কোলমধ্যপ্রদেশ
১৫কোলামঅন্ধ্রপ্রদেশ
১৬খাসউত্তরপ্রদেশ
১৭খাসিমেঘালয় ও অসম
১৮খোন্ডওড়িশা, মধ্যপ্রদেশ
১৯গাদ্দিহিমাচল প্রদেশ
২০গারোঅসম, মেঘালয়
২১গুজ্জরজম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ
২২গোন্ডমধ্যপ্রদেশ ও বিহার
২৩গ্যালোংউত্তর-পূর্ব ভারত
২৪চুটিয়াঅসম
২৫চেনচুঅন্দ্র প্রদেশ, ওড়িশা
২৬চ্যাংউত্তর-পূর্ব
২৭জয়ন্তিয়ামেঘালয়
২৮জারোয়া, সেন্টিনেলিস, ওঙ্গিগ্রেটআন্দামান ও নিকোবর
২৯টোডানীলগিরি পর্বত
৩০থারুউত্তরাখন্ড
৩১নিকোবরি ও শোম্পেননিকোবর
৩২বাকারওয়ালসজম্মু ও কাশ্মীর
৩৩বাদাগাসতামিলনাডুর নিলগিরি অঞ্চলে
৩৪বীরহোরমধ্যপ্রদেশ
৩৫বৈগামধ্যপ্রদেশ
৩৬ভিলমধ্য ভারত, রাজস্থান
৩৭ভুইয়ামধ্যপ্রদেশ
৩৮ভুটিয়াউত্তরাখন্ডের গাড়ওয়াল অঞ্চল, কুমায়ুন অঞ্চল
৩৯মম্‌পাউত্তর-পূর্ব ভারত
৪০মিকিরঅসম
৪১মিনারাজস্থান
৪২মুরিয়াছত্তিশগড় ও মধ্যপ্রদেশ
৪৩মোপলাকেরল
৪৪যুর্বাতামিলনাডু
৪৫লুসাইত্রিপুরা
৪৬লেপচাসিকিম
৪৭সবরামধ্যপ্রদেশ
৪৮সাঁওতালপশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড
৪৯সেন্টিনেলআন্দামান ও নিকোবর

Leave a Comment