ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা – National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতের সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার। ফিল্মফেয়ার পুরস্কারের পাশাপাশি এটি দেশের প্রাচীনতম পুরস্কারও বটে। ১৯৫৪ সালে প্রবর্তিত এই পুরস্কার ১৯৭৩ সাল থেকে ভারত সরকারের চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক প্রদত্ত হয়ে আসছে।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয় ১৯৫৪ সালে ১৯৫৩ সালের চলচ্চিত্রের জন্য। ভারত সরকার পরে ১৯৭৪ সাল থেকে সারা ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রসমূহকে সম্মাননা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ভাষার জন্য আলাদা পুরস্কার প্রদান শুরু করে।
ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা
নং | বিভাগ | বিজেতা |
---|---|---|
১ | সেরা ফিচার সিনেমা | সুরারাই পোত্রু। |
২ | সেরা পরিচালক | সচীদানন্দন কে আর। |
৩ | সেরা জনপ্রিয় সিনেমা | তানাজি। |
৪ | সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার | ম্যান্ডেলা। |
৫ | সেরা শিশুতোষ সিনেমা | সুমি (মারাঠি)। |
৬ | সেরা অভিনেতা | সুরিয়া (সুরারাই পোত্রু) ও অজয় দেবগন (তানাজি)। |
৭ | সেরা অভিনেত্রী | অপর্ণা বালামুরালি। |
৮ | সেরা পার্শ্ব অভিনেতা | বিজু মেনন। |
৯ | সেরা পার্শ্ব অভিনেত্রী | লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী। |
১০ | সেরা শিশু শিল্পী | অনীষ মঙ্গেশ গোসাভি (তকতক) এবং আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর (সুমি)। |
১১ | সেরা সংগীত পরিচালক | আলা বৈকুণ্ঠপুরামুলো। |
১২ | সেরা গায়িকা | নানছাম্মা। |
১৩ | সেরা গায়ক | রাহুল দেশপাণ্ডে ও অনীষ মঙ্গেশ গোসাভি |
১৪ | সেরা অডিওগ্রাফি | জোবিন জায়ান (দোলু)। |
১৫ | সেরা সিনেমাটোগ্রাফি | অভিযাত্রিক। |
১৬ | সেরা নন-ফিচার সিনেমা | থ্রি সিস্টার্স। |
১৭ | সেরা পোশাক পরিকল্পনা | তানাজি। |
১৮ | সেরা মেকআপ | নাট্যম। |
১৯ | সেরা স্ক্রিনপ্লে | সুরারাই পোত্রু। |
২০ | সেরা অসমীয়া সিনেমা | ব্রিজ। |
২১ | সেরা বাংলা সিনেমা | অভিযাত্রিক। |
২২ | সেরা হিন্দি সিনেমা | তুলসীদাস জুনিয়র। |
২৩ | সেরা তেলেগু সিনেমা | কালার ফটো। |
২৪ | সেরা তামিল সিনেমা | শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম। |