বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

Rate this post

বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম: বাংলা ভাষাতে ছদ্মনাম গ্রহণের প্রথাটি সুপ্রচলিত। কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর “ভানুসিংহ ঠাকুর” ছদ্মনামে কয়েকটি কবিতা রচনা করেছিলেন। বিশিষ্ট লেখক রাজশেখর বসু স্বনামে অনুবাদ সাহিত্য, প্রবন্ধ ইত্যাদি রচনা করলেও, তার প্রসিদ্ধ শ্লেষাত্মক গল্পগুলি লিখতেন “পরশুরাম” ছদ্মনামে। কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, সমরেশ বসু, নারায়ন গঙ্গোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল), চারুচন্দ্র চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখেরা ছদ্মনামে বহু উপন্যাস গল্প রচনা করেছেন। আধুনিক লেখক মণিশংকর মুখোপাধ্যায় তার শংকর ছদ্মনামেই সর্বাধিক পরিচিত। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বিখ্যাত চরিত্র লালমোহন গাঙ্গুলিরও “জটায়ু” ছদ্মনাম ছিল।

বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

১)রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম-ভানুসিংহ, বাণীবিনোদ বন্দ্যোপাধ্যায়, নবীন কিশোর শর্মা, শ্রীমতি কণিষ্ঠা, শ্রীমতি মধ্যমা এবং আন্নাকলি পাকড়াশী।

২)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-অনিলা দেবী, অনুপমা, শ্রীকান্ত শর্মা।

৩) বিমল ঘোষের ছদ্মনাম-মৌমাছি।

৪)প্রমথনাথ বিশী এর ছদ্মনাম-বিষ্ণু শর্মা, হাতুড়ি, নব কমলাকান্ত, প্র, না, বি।

৫)অন্নদাশঙ্কর রায় এর ছদ্মনাম-লীলাময় রায়, সুচরিতা।

৬)শক্তি চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-স্ফুলিঙ্গ সমাদ্দার, অভিনব গুপ্ত এবং রূপচাঁদা পক্ষী।

৭) তরুণ রায় এর ছদ্মনাম-ধনঞ্জয় বৈরাগী।

৮) শম্ভু মিত্র এর ছদ্মনাম-শ্রীসঞ্জীব, প্রসাদ দত্ত।

৯) কিন্নর রায় এর ছদ্মনাম-শ্বেত কৃষ্ণ।

১০)প্রভাত কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম-মুসাফির, নীলকন্ঠ, রাধামনি দেবী, শ্রীজানোয়ার চন্দ্র শর্মা,

১১)মনীশ ঘটক এর ছদ্মনাম-যুবনাশ্ব।

১২)বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এর ছদ্মনাম-বিরূপাক্ষ এবং বৈবাহিক।

১৩)রাজা রামমোহন রায় এর ছদ্মনাম-শিবপ্রসাদ শর্মা/ শিবপ্রসাদ দাস, রামচন্দ্র দাস।

১৪)সুনীল গঙ্গোপাধ্যায় এর এর ছদ্মনাম-নীল লোহিত, নীল উপাধ্যায় ও সুজন পাঠক।

১৫)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-দর্পনারায়ণ পুতিতূন্ড, রামচন্দ্র, ভীষ্মদেব খোসনবিশ, কমলাকান্ত চক্রবর্তী, শ্রী শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, হরিদাস বৈরাগী, শ্রী চ চ চ, মুচিরাম গুড়।

১৬)কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম -ব্যাঙাচি ও কহ্লন মিশ্র।

১৭)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম-হাবু শর্মা, কল্যাণশঙ্কু ।

১৮)আশুতোষ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-শঙ্কর উপাধ্যায়।

১৯)সুভাষ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-ঢোল গোবিন্দ, ফকির, সুবচনী।

২০)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম-ক্বচিতপ্রৌঢ়।

২১)সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম-চিত্রগুপ্ত।

২২)সমরেশ বসু এর ছদ্মনাম-কালকূট, ভ্রমর।

২৩)সমরেশ মজুমদার এর ছদ্মনাম-যীশু দাসগুপ্ত।

২৪)গৌরকিশোর ঘোষ এর ছদ্মনাম-রূপদর্শী, ফা-হিয়েন, গজমুর্খ।

২৫)প্রবোধকুমার বন্দোপাধ্যায় এর ছদ্মনাম-মানিক বন্দোপাধ্যায়।

২৬)শৈলজানন্দ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-লেখকরাজ সামন্ত।

২৭)অজিত দত্ত এর ছদ্মনাম-রৈবতক।

২৮)মুকুন্দ দাস এর ছদ্মনাম-যজ্ঞেশ্বর দাস।

২৯)ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম-ব্রম্ভবান্ধব উপাধ্যায়, নরহরি দাস, প্রমথনাথ শর্মা।

৩০)সৈয়দ মুজতবা আলী এর ছদ্মনাম-ওমর খৈয়াম, সত্যপীর, রায় পিথৌরা, প্রিয়দর্শী।

৩১)অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর ছদ্মনাম-নীহারিকা দেবী, অভিনব গুপ্ত।

৩২)জ্যোতিরিন্দ্র নন্দী এর ছদ্মনাম-জ্যোৎস্না রায়।

৩৩)নিখিল সরকার এর ছদ্মনাম-শ্রীপান্হ, দৌবারিক।

৩৪)রামানন্দ চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-ডাঃ বাসুদেব, পীরু।

৩৫) শরৎকুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম-ত্রিশঙ্কু।

৩৬)জসীমুদ্দীন এর ছদ্মনাম-তুজম্বর আলি, জমীরুদ্দিন মোল্লা।

৩৭)মাইকেল মধুসূদন দত্ত এর ছদ্মনাম-টিমোথি পেনপোয়েম, এ নেটিভ

৩৮)কেশব চন্দ্র সেন এর ছদ্মনাম-চিরঞ্জীব শর্ম্মা।

৩৯)নারায়ণ সান্যাল এর ছদ্মনাম-গোপালক মজুমদার, বিকর্ণ।

৪০) নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম-সুনন্দ।

৪১)অদ্রীশ বর্ধন এর ছদ্মনাম-কেয়া মিত্র, আকাশ সেন, অনিরুদ্ধ।

৪২)পরিমল গোস্বামী এর ছদ্মনাম-এক কলমী।

৪৩) বিনয় ঘোষ এর ছদ্মনাম-কালপেঁচা, শ্রীবৎস

৪৪)বিনয় মুখোপাধ্যায় এর ছদ্মনাম-যাযাবর।

৪৫)সুবোধ ঘোষ এর ছদ্মনাম-সুপান্থ, ভবানী পাঠক, কালপুরুষ।

৪৬) সন্তোষ কুমার ঘোষ এর ছদ্মনাম-উত্তম পুরুষ।

৪৭)আনন্দ বাগচি এর ছদ্মনাম-হর্ষবর্ধন, ত্রিলোচন কলমচী।

৪৮)সজনীকান্ত দাস এর ছদ্মনাম-আবোল তাবোল সেন, বটুক লাল ভট্ট, বেচারাম মাইতি, হুতাশ হালদার, দোদুল দে, মেঠোভূত, ভাবকুমার প্রধান।

৪৯)কবিতা সিংহ এর ছদ্মনাম -সুলতানা চৌধুরী।

৫০)অরবিন্দ গুহ এর ছদ্মনাম-ইন্দ্র মিত্র।

৫১)সত্যেন্দ্রনাথ দত্ত এর ছদ্মনাম-অশীতিপর শর্ম্মা, নবকুমার কবিরত্ন, ত্রিবিক্রম বর্মন, বস্তুতান্ত্রিক চূড়ামণি।

৫২)যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর ছদ্মনাম-বিপ্রতীপ সেনগুপ্ত।

৫৩)নরেশ চন্দ্র জানা এর ছদ্মনাম-পথিক।

৫৪)গজেন্দ্রকুমার মিত্র এর ছদ্মনাম-শ্রীজ্ঞান দীপঙ্কর, অঞ্জলি দেবী।

৫৫)ভবানী মুখোপাধ্যায় এর ছদ্মনাম-গগন হরকরা, অভয়ঙ্কর।

৫৬) মণিশঙ্কর মুখোপাধ্যায় এর ছদ্মনাম-শঙ্কর।

৫৭)পুর্ণেন্দু পত্রী এর ছদ্মনাম-সমুদ্রগুপ্ত।

৫৮)সুকুমার রায় এর ছদ্মনাম-শ্যাম রায়।

৫৯)বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-বনফুল, লীলাবন।

৬০) রাজশেখর বসু এর ছদ্মনাম-পরশুরাম।

৬১)তপোবিজয় ঘোষ এর ছদ্মনাম-সমীরণ সিংহ, কণিষ্ক।

৬২)মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম-সত্যসুন্দর দাস, কৃত্তিবাস ওঝা, চামার খায় আম।

৬৩)হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম-রসিমোল্লা, ঘোগলা চন্দ্র বন্দিয়ান।

৬৪)কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-মৈনাক চট্টোরাজ, কৃত্তবাস ওঝা।

৬৫)গিরিশচন্দ্র ঘোষ এর ছদ্মনাম-মুকুটাচরণ মিত্র, সেবক।

৬৬)সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায় এর ছদ্মনাম-বৈকুন্ঠ শর্ম্মা, সব্যসাচি।

৬৭)দেবেশ রায় এর ছদ্মনাম-বেদুইন।

৬৮)হেমেন্দ্র কুমার রায় এর ছদ্মনাম-প্রসাদ রায়।

৬৯)গোবিন্দ চন্দ্র রায় এর ছদ্মনাম-প্রবাসী।

৭০)কালিদাস রায় এর ছদ্মনাম-বেতাল ভট্ট, উপগুপ্ত শর্মা।

৭১)অমূল্যধন মুখোপাধ্যায় এর ছদ্মনাম-বেতাল ভট্ট।

৭২)সুধীন্দ্রনাথ দত্ত এর ছদ্মনাম-বিশ্বকর্মা।

৭৩)গোপাল হালদার এর ছদ্মনাম-প্রফুল্ল হালদার, অমৃতকণ্ঠ চট্টোপাধ্যায়।

৭৪)শক্তিপদ রাজগুরু এর ছদ্মনাম-পঞ্চমুখ।

৭৫)শুদ্ধসত্ত্ব বসু এর ছদ্মনাম-বাসু দাশগুপ্ত।

৭৬)বুদ্ধদেব বসু এর ছদ্মনাম-বিপ্রদাস মিত্রর।

৭৭)বিমল কর এর ছদ্মনাম-বিদুর, অভিনন্দ, হর্ষদেব।

৭৮)বিমল মিত্র এর ছদ্মনাম-জাবালি।

৭৯)শ্যামল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম-বলরাম, বৈকন্ঠ পাঠক।

৮০)নীরোদ চন্দ্র চৌধুরী এর ছদ্মনাম-বলাহক নন্দী।

৮১)নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্মনাম-বাণভট্ট।

৮২)ইন্দ্রনাথ বন্দোপাধ্যায় এর ছদ্মনাম-পঞ্চানন্দ।

৮৩)অশোকবিজয় রাহা এর ছদ্মনাম-বনিস দত্ত।

৮৪) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম-বঙ্গের রঙ্গদর্শক।

৮৫) দেবেন্দ্রনাথ সেন এর ছদ্মনাম-মেঘনাদ শত্রু।

৮৬)প্রভাতকিরণ বসু এর ছদ্মনাম-কাকাবাবু, নবারুণ।

৮৭) তারাপদ রায় এর ছদ্মনাম-নক্ষত্র রায়, গ্রন্থকীট।

৮৮)কিরণ মৈত্র এর ছদ্মনাম-দুর্মুখ।

৮৯) রবীন্দ্রনাথ মৈত্র এর ছদ্মনাম-দিবাকর শর্মা।

৯০) অমরেন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম-ডমরুধর।

৯১) চারুচন্দ্র চক্রবর্তী এর ছদ্মনাম-জরাসন্ধ।

৯২) প্রবোধকুমার সান্যাল এর ছদ্মনাম-কীর্তনীয়া।

৯৩)প্রবোধচন্দ্র সেন এর ছদ্মনাম-জিজ্ঞাসু পড়ুয়া।

৯৪)কেদারনাথ চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-জগন্নাথ পন্ডিত।

৯৫) শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম-চন্দ্রহাস।

৯৬) প্রেমেন্দ্র মিত্র এর ছদ্মনাম-কৃত্তিবাস ভদ্র।

৯৭)ত্রৈলোক্যনাথ সান্যাল এর ছদ্মনাম-চিরঞ্জীব শর্ম্মা।

৯৮)শঙ্খ ঘোষ এর ছদ্মনাম-কুন্তক।

৯৯)মতি নন্দী এর ছদ্মনাম-কালকেতু।

১০০)কুমুদরঞ্জন মল্লিক এর ছদ্মনাম-কপিঞ্জল।

১০১)রাম বসু এর ছদ্মনাম-কণিষ্ক।

১০২) তরুণ সান্যাল এর ছদ্মনাম-ইকবাল।

১০৩)তারাদাস বন্দোপাধ্যায় এর ছদ্মনাম-আনন্দ ব্যানার্জী।

১০৪)শামসুর রহমান এর ছদ্মনাম-চক্ষুষ্মান।

১০৫)সুরূপা দেবী এর ছদ্মনাম-ইন্দিরা দেবী।

১০৬)সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-অমিতাভ।

১০৭)দুলাল চন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম-অবধূত।

১০৮)অনুরূপা দেবী এর ছদ্মনাম-অনুপমা দেবী।

১০৯) রাধারাণী দেবী এর ছদ্মনাম-অপরাজিতা দেবী।

১১০)দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম-অতিন্দ্রীয় বসু।

১১১)অমলেন্দু চক্রবর্তী এর ছদ্মনাম-অজাতশত্রু।

১১২)জীবনানন্দ দাশ এর ছদ্মনাম-শ্রী।

১১৩)খগেন্দ্রনাথ মিত্র এর ছদ্মনাম-অকিঞ্চন দাস।

১১৪)কেদারনাথ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম-নন্দী শর্মা।

১১৫)সৈয়দ মুজতবা সিরাজ এর ছদ্মনাম-ইবলিশ।

১১৬)জগদ্বন্ধু ভদ্র এর ছদ্মনাম-গ্যাড়াভূত।

১১৭) সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-বীরভদ্র।

১১৮) সোমেন চন্দ এর ছদ্মনাম-ইন্দ্রকুমার সোম।

১১৯)শ্যামলকুমার ধর এর ছদ্মনাম-অতীন্দ্রীয় পাঠক।

১২০)অবনীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম-রসুন আলি।

১২১)বুদ্ধদেব গুহ এর ছদ্মনাম-লালমিঞা।

১২২)উপেন্দ্রনাথ দাস এর ছদ্মনাম-দূর্গাদাস।

১২৩)কমল গুহ এর ছদ্মনাম-শঙ্কু মহারাজ।

১২৪) অমৃতলাল বসু এর ছদ্মনাম-ভাঁড়ু দত্ত।

১২৫)গোপাল চন্দ্র রায় এর ছদ্মনাম-গোরা।

১২৬)অতুল সুর এর ছদ্মনাম-চন্দ্রাবতী।

১২৭)ঈশ্বর চন্দ্র গুপ্ত এর ছদ্মনাম-ভ্রমণকারী বন্ধু।

১২৮)ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর ছদ্মনাম-কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য।

১২৯)বিভূতি রায় এর ছদ্মনাম-অভ্র রায়।

১৩০)বিজন ভট্টাচার্য এর ছদ্মনাম-সহযাত্রী।

১৩১) কালীপ্রসন্ন কাব্যবিশারদ এর ছদ্মনাম-রাহু।

১৩২)অখিল বন্ধু নিয়োগী এর ছদ্মনাম-স্বপন বুড়ো।

১৩৩) কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম-হুতোম পেঁচা।

১৩৪)প্যারীচাদঁ মিত্র এর ছদ্মনাম-টেকচাঁদ ঠাকুর।

১৩৫)নবারুণ ভট্টাচার্য এর ছদ্মনাম-পুরন্দর ভাট।

১৩৬)বিহারীলাল চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-নাদাপেটা হাঁদারাম।

১৩৭) জগদীশ ভট্টাচার্য এর ছদ্মনাম-কলেজ বয়।

১৩৮)অক্ষয় দত্ত এর ছদ্মনাম-অনঙ্গমোহন।

১৩৯)অমিতাভ চৌধুরী এর ছদ্মনাম-চাণক্য, নিরপেক্ষ।

১৪০)দীপ্তেন্দ্রনাথ সান্যাল এর ছদ্মনাম-নীলকণ্ঠ।

১৪১)মহেন্দ্রনাথ গুপ্ত এর ছদ্মনাম-শ্রীম।

১৪২)জ্যোর্তিময় ঘোষ দস্তিদার এর ছদ্মনাম-শঙ্কু মহারাজ।

১৪৩)প্রথম নাথ চৌধুরীর ছদ্মনাম-বীরবল।

১৪৪)ললিত মুখোপাধ্যায় এর ছদ্মনাম-বিজ্ঞানভিক্ষু।

১৪৫)শৈলেশ দে এর ছদ্মনাম-বহুরূপী।

১৪৬)অশোক গুপ্ত এর ছদ্মনাম-বিক্রমাদিত্য।

১৪৭) মুজফ্ফর আহমেদ এর ছদ্মনাম-দ্বৈপায়ন।

১৪৮) মহাশ্বেতা দেবী এর ছদ্মনাম-সুমিত্রা দেবী।

১৪৯)ইন্দিরা দেবী এর ছদ্মনাম-সুকন্যা।

১৫০)দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর ছদ্মনাম-শ্রীকাব্যানন্দ।

১৫১)তারকনাথ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম-সুনন্দ।

১৫২)প্রবীর গোস্বামী এর ছদ্মনাম-শ্রী পারাবত।

১৫৩)প্রেমাঙ্কুর আতর্থী এর ছদ্মনাম-মহাস্থবির।

১৫৪)প্রাণতোষ ঘটক এর ছদ্মনাম-উদয় ভানু।

১৫৫)অনন্ত বড়ু এর ছদ্মনাম-বড়ু চন্ডীদাস।

১৫৬)কাজেম আল কোরেশী এর ছদ্মনাম-কায়কোবাদ।

১৫৭)মীর মোশারফ হোসেন এর ছদ্মনাম-গাজী মিয়া, উদাসীন পথিক।

১৫৮)মধুসূদন মজুমদার এর ছদ্মনাম-দৃষ্টিহীন।

১৫৯)হরিনাথ মজুমদার এর ছদ্মনাম-কাঙাল হরিনাথ।

১৬০)সুজিত কুমার হালদার এর ছদ্মনাম-দিলদার।

১৬১)হরেন ঘটক এর ছদ্মনাম-নতুনদা।

১৬২) প্রফুল্ল লাহিড়ী এর ছদ্মনাম-কাফি খাঁ।

১৬৩) দেবব্রত মল্লিক এর ছদ্মনাম-ভীষ্মদেব।

১৬৪)ভৃগুরাম দাস এর ছদ্মনাম-ভয়ঙ্কর।

১৬৫)প্রবোধ চন্দ্র বসু এর ছদ্মনাম-প্রবুদ্ধ।

Leave a Comment