রেলওয়ে গ্রুপ ডি জিকে প্রশ্ন উত্তর – Railway Group D GK in Bengali:
০১) স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর: উদ্যানপালন ও মধু
০২) মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন ?
উত্তর: পিচরেন্ড
০৩) ভারতের মুক্তার শহর কাকে বলা হয় ?
উত্তর: তুতিকোরিন
০৪) সিন্ধু সভ্যতার সময়কালে, কারুশিল্প তৈরির জন্য খোলগুলি কোথায় পাওয়া যেত ?
উত্তর: নাগেশ্বর
০৫) পন্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর: কত্থক
০৬) ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন কার দ্বারা ?
উত্তর: রাষ্ট্রপতি
০৭) মৃত সাগর কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: এশিয়া
০৮) সবচেয়ে হালকা ধাতুর নাম কি ?
উত্তর: লিথিয়াম
০৯) সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি ?
উত্তর: হিলিয়াম
১০) ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের অধীনে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে ?
উত্তর: অনুচ্ছেদ ৩৬০
১১) FIFA এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর: সুইজারল্যান্ড
১২) ১৮১৫ সালে ভারতে প্রথম সার্ভোয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হন কে ?
উত্তর: কলিং ম্যাকেনজি
১৩) মারাঠি ভাষায় ভগবত গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন কে ?
উত্তর: ধ্যানেশ্বর
১৪) হোমলুর আন্দোলনের নেত্রী কে ছিলেন ?
উত্তর: অ্যানি বেসান্ত
১৫) একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্ত পরিক্রমণ করলে, ওর মোট সরণ কত হবে ?
উত্তর: 0
১৬) ২০২১ সালের ৪ঠা জুলাই, প্রতিরক্ষা মন্ত্রক পেনশন অনুমোদন এবং বিতরণের জন্য একটি ওয়েব ভিত্তিক সমন্বিত সিস্টেম বাস্তবায়ন করেন, সেই সিস্টেমের নাম কি ?
উত্তর: স্পর্শ
১৭) কিবোর্ড শর্টকাট গুলির মধ্যে কোনটি windows 10 এ ডেক্সটপ ডিসপ্লে এবং হাইড করতে ব্যবহৃত হয় ?
উত্তর: Windows Logo key+D
১৮) বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ?
উত্তর: বনফুল
১৯) জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে ?
উত্তর: ১৯৭৫ সালে
২০) শব্দের তীব্রতা মাপার একক কি ?
উত্তর: ডেসিবল
২১) GIS- এর পুরো নাম কি ?
উত্তর: Geographical Information System
২২) ভারত থেকে ব্রহ্মদেশ কবে পৃথক হয় ?
উত্তর: ১৯৩৭ সালে
২৩) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর: ৫৬৪ কিমি
২৪) ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে ?
উত্তর: পক প্রণালী
২৫) ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদক তালিকায় ভারত কত নম্বর স্থানে আছে ?
উত্তর: চতুর্থ
২৬) ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতির নাম কি ?
উত্তর: জগদীপ ধানকড়
২৭) কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষের আইনগত নিষিদ্ধ ?
উত্তর: ১৪ বছর
২৮) ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত মোট কতগুলি স্বর্ণপদক পেয়েছে ?
উত্তর: ২২ টি
২৯) ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত মোট কতগুলি রৌপ্য পদক পেয়েছে ?
উত্তর: ১৬ টি
৩০) ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত মোট কতগুলি ব্রোঞ্জ পদক পেয়েছে ?
উত্তর: ২৩ টি
৩১) ভারতের ৭৫ তম গ্র্যান্ড মাস্টার কে হলেন ?
উত্তর: ভি প্রণব
৩২) কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
উত্তর: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
৩৩) ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস ?
উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন
৩৪) ২০২২ সালে, ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান রূপে দায়িত্ব গ্রহণ করেন কে ?
উত্তর: মনোজ পান্ডে
৩৫) পেট্রোলের রাসায়নিক নাম কি ?
উত্তর: গ্যাসোলিন
৩৬) ‘A season of ghosts’বইটির লেখক কে ?
উত্তর: রাস্কিন বন্ড
৩৭) ভুটানের পার্লামেন্টের নাম কি ?
উত্তর: ন্যাশনাল কংগ্রেস
৩৮) মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি ?
উত্তর: হরিলাল
৩৯) দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ?
উত্তর: চলচ্চিত্র
৪০) ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি ?
উত্তর: রাইসিনা হিলে
৪১) দানসাগর এবং অদ্ভুত সাগর এর রচয়িতা কে ?
উত্তর: বল্লাল সেন
৪২) ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল ?
উত্তর: ১৭৭০ সালে
৪৩) ভারতীয় রুপি প্রতীকটি ডিজাইন কে করেছিলেন ?
উত্তর: উদয় কুমার ধর্মলিঙ্গম
৪৪) বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
৪৫) RTI আইন কত সালে পাশ হয় ?
উত্তর: ২০০৫ সালে