পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা

Rate this post

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা: আজ পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত তার একটি সুন্দর লিস্ট উপস্থাপন করা হলো| পশ্চিমবঙ্গের ভুগোলের অন্যতম একটি অধ্যায় হিসাবে এখান থেকে প্রশ্ন আসে| যেমন:- বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা

নংশহরনদ – নদী
আলিপুরদুয়ারকালজানি
আসানসোলদামোদর
ইংরেজবাজারমহানন্দা
ইলামবাজারঅজয়
কলকাতাহুগলি
কাটোয়াভাগীরথী
কৃষ্ণনগরজলঙ্গী
কোচবিহারতোর্সা
কোলাঘাটরূপনারায়ণ
১০ঘাটালশিলাবতী
১১জলপাইগুড়িতিস্তা, করলা
১২দুর্গাপুরদামোদর
১৩বর্ধমানবাঁকা, দামোদর
১৪বাঁকুড়াগন্ধেশ্বরী ও ধলকিশোর
১৫বোলপুরকোপাই
১৬মালদামহানন্দা
১৭মুর্শিদাবাদভাগীরথী
১৮মেদিনীপুরকংসাবতী
১৯রানিগঞ্জদামোদর
২০শিলিগুড়িমহানন্দা ও বালাসন
২১সিউড়িময়ুরাক্ষী
২২হলদিয়াহলদি
২৩হাওড়াহুগলি

Leave a Comment