অ্যালবেডো কী? অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

অ্যালবেডো কী? অ্যালবেডো (Albedo) কাকে বলে ?: সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ তাপশক্তি নির্গত হচ্ছে তার মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। একে আগত সৌর বিকিরণ বলে। আর এই 1 ভাগ আগত সৌর বিকিরণকে যদি 100% ধরা হয়, তাহলে তার 66% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আগত সৌর বিকিরণের এই 66% কার্যকরী অংশকে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। আর বাকি 34% সৌর বিকিরণ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত না করে মেঘ পুঞ্জ (25%), ধূলিকণা (7%) ও ভূপৃষ্ঠ (2%) কর্তৃক প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। আগতো সৌর বিকিরণের এই 34% অকার্য কর অংশকে অ্যালবেডো বলা হয়।

Leave a Comment