কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 12th জুন 2024 | Bangla Current Affairs 12th June 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 12th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bangla Current Affairs 12th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 12th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bangla Current Affairs 12th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 12th জুন 2024 | Bangla Current Affairs 12th June 2024

1. সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন প্রেম সিং তামাং।

2. ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) এবং সম্মিলিত জাতীপুঞ্জ The State of World Fisheries and Aquaculture 2024 প্রকাশ করলো।

3. ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন Anamika B. Rajeev.

4. মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিটে 100 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজস্থান সরকার।

5. ষষ্ঠ ATP চ্যালেঞ্জার টেনিস খেতাব জিতলো ভারতের টেনিস স্টার সুমিত নাগপাল।

6. পরপর তিন বছর কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন রেড বুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন।

7. লোকসভাতে কনিষ্ঠতম ট্রাইবাল মহিলা হিসেবে নির্বাচন জিতলেন Priyanka Jarkiholi.

8. পরিযায়ীদের সাহায্য করতে গোল্ডেন ভিসা স্কিমের ব্যবহার করতে চলেছে পর্তুগাল।

9. শ্রীলঙ্কাতে ভারতীয়দের UPI পেমেন্ট অফার দিতে PickMe -এর সাথে জোটবদ্ধ হলো PhonePe.

10. World Bank CPPI এর শ্রেষ্ঠ 20 -এর তালিকায় বিশাখাপত্তনম পোর্ট 19 তম স্থান অধিকার করলো।

আরও পড়ুন:

Leave a Comment