Bengali Current Affairs 2023 21st March – 21st মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

21st মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Bengali Current Affairs 2023 21st March (21st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Bengali Current Affairs 2023 21st March – 21st মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. প্রতি বছর 20 ই মার্চ ওয়ার্ল্ড ওরাল হেল্থ দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Be Proud of Your Mouth’, এছাড়াও এই দিনটি International Day of Happiness হিসেবেও পালিত হয়, এবছরের থিম – ‘Be Mindful, Be Grateful, Be Kind’.

2. 19 টি নতুন জেলা এবং 3 টি নতুন ডিভিশনের ঘোষণা করলো রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

3. দ্রুততম ভারতীয় হিসেবে Sampanna Ramesh পক প্রণালী সাঁতরে অতিক্রম করে রেকর্ড গড়লো।

4. নেপালের তৃতীয় উপ-রাষ্ট্রপতি হিসেবে রাম সহায়া প্রসাদ যাদব কে নির্বাচিত করা হলো।

5. ভারতের G20 সভাপতিত্বের অধীনে সিকিম B20 কনফারেন্স হোস্ট করলো।

6. নতুন দিল্লীতে গ্লোবাল মিলেটস কনফারেন্সের (Shree Anna) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7. সাগর পরিক্রমা ফেজ – IV প্রোগ্রাম কর্ণাটকে সম্পন্ন হলো।

8. গ্লোবাল টেরোরিজম ইনডেক্স অনুযায়ী ভারত 13 তম স্থান অধিকার করলো, শীর্ষস্থানে রয়েছে আফগানিস্তান।

9. ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Luxor.

10. কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে ললিত কুমার গুপ্ত কে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment