বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st আগস্ট 2024 | Bengali Current Affairs 21st August 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 21st August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 21st August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st আগস্ট 2024 | Bengali Current Affairs 21st August 2024

1. বিশ্বের প্রবীণতম ব্যক্তি স্পেনের Maria Branyas Morera সম্প্রতি 117 বছর বয়সে প্রয়াত হলেন।

2. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং Dr.Kalaignar M.Karunanidhi -এর স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে Centenary Commemorative Coin প্রকাশ করলেন।

3. গত 19 শে আগস্ট World Humanitarian Day পালিত হলো।

4. নতুন দিল্লীতে ভারত ও জাপানের মধ্যে 2+2 মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন হতে চলেছে।

5. ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল 59 বছর বয়সে প্রয়াত হলেন।

6. নেপাল ভারতকে প্রায় 100 MW ইলেক্ট্রিসিটি রপ্তানি করতে চলেছে।

7. 2047 এর মধ্যে Viksit Bharat -এর লক্ষ্যপূরণের জন্য আয়োজিত উচ্চস্তরীয় মিটিংয়ের সভাপতিত্ব করলেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

8. Employees’ State Insurance Corporation (ESIC) -এর ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন শ্রী অশোক কুমার সিং।

9. ‘Rising Rajasthan’ ইনভেস্টমেন্ট সামিট 2024 -এর আগেই রাজস্থান প্রায় Rs 5.21 লাখ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেলো।

10. Sri City তে 3683 কোটি টাকার অর্থের 16 টি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট উদ্বোধন এবং চুক্তি স্বাক্ষর করলেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

আরও পড়ুন:

Leave a Comment