কারেন্ট অ্যাফেয়ার্স 24th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 24th January 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 24th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 24th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 24th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 24th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 24th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 24th January 2024

1. প্রতি বছর 23 শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পরাক্রম দিবস পালন করা হয়।

2. 2026 সাল থেকে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স হোস্ট করতে চলেছে মাদ্রিদ।

3. ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (IICF) অযোধ্যায় ‘Masjid Muhammed bin Abdullah’ মসজিদ গড়ে তুলতে চলেছে।

4. শটগান চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় শ্যুটার Raiza Dhillon এবং Gurjoat Singh Khangura ব্রোঞ্জ পদক জিতলো।

5. ইন্ডিয়া ওপেন 2024 মহিলা একক খেতাব জিতলেন Tai Tzu Ying.

6. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন একটি বই লঞ্চ করলেন যার শিরোনাম Assam’s Braveheart Lachit Barphukan’.

7. বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করলো জাপান

8. গুজরাটের কচ্ছের Kachchhi Kharek সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।

9. ভারত-কিরগিস্তান যৌথ স্পেশ্যাল ফোর্সেস অনুশীলন ‘KHANJAR’ (11 তম সংস্করণ) হিমাচল প্রদেশে শুরু হলো।

10. Dr. Ritu এবং Naveen কে ‘ইউপি গৌরব সম্মান’ আওয়ার্ডে সম্মানিত করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন:

Leave a Comment