বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2024 | Bengali Current Affairs 25th August 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 25th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 25th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2024 | Bengali Current Affairs 25th August 2024

1. প্রখ্যাত টেনিস খেলোয়াড় ও ফেডেরারের প্রাক্তন কোচ Peter Lundgren 59 বছর বয়সে প্রয়াত হলেন।

2. ভারতের স্টার ব্যাটসম্যান শেখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।

3. বিগত 45 বছরে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফরে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. সোলার ইউনিটকে ফাইন্যান্স সাপোর্ট দিতে টাটা পাওয়ার সোলার সিস্টেম এবং ICICI ব্যাংক জোটবদ্ধ হলো।

5. Global Property Price ইনডেক্স 2024 -এ মুম্বাই দ্বিতীয় ও নতুন দিল্লী তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে আছে ম্যানিলা।

6. ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন মাঝি রাজ্যের মেয়েদের সাহায্যার্থে সম্প্রতি সুভদ্রা স্কিম লঞ্চ করলেন।

7. মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পোস্ট ‘Deen Dayal SPARSH Yojana’ লঞ্চ করলো।

8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সরকারকে চারটি BHISHM (Bharat Health Initiative for Sahyog Hita and Maitri) ঘনক উপহার হিসেবে প্রদান করলো।

9. বন্ধন ব্যাংক মহিলাদের জন্য Avni Savings Account লঞ্চ করলো।

10. Goldman Sachs ভারতের 2024 এবং 2025 এর GDP গ্রোথ কমিয়ে 6.7% ও 6.4% নির্ধারণ করলো যথাক্রমে।

আরও পড়ুন:

Leave a Comment