কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জানুয়ারি 2024 | Bengali Current Affairs 2nd January 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 2nd January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 2nd January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জানুয়ারি 2024 | Bengali Current Affairs 2nd January 2024

1. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ম্যালেরিয়া ভ্যাকসিন R 21/Matrix-M এর মান্যতা দিলো।

2. Long March – 11 ক্যারিয়ার রকেটকে সফলভাবে মহাকাশে প্রতিস্থাপন করলো চীন।

3. অন্ধ্রপ্রদেশ এবং চন্ডীগরের বেশ কিছু অংশে 1 – 6 ই জানুয়ারি পর্যন্ত সাগর পরিক্রমার আয়োজন হতে চলেছে।

4. ড: অরবিন্দ পানাগাড়িয়াকে চেয়ারম্যান করে 16 তম অর্থ কমিশনের গঠন করলো কেন্দ্রীয় সরকার।

5. ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন ‘Desert Cyclone 2024’ রাজস্থানে অনুষ্ঠিত হতে চলেছে।

6. অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

7. বালিকাদের অনুর্দ্ধ-19 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ খেতাব জিতলো ভারতের Anahat Singh.

8. প্রতি বছর 1 লা জানুয়ারি বিশ্ব পরিবার দিবস (Global Family Day) পালিত হয়।

9. ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স ও আসাম সরকার ULFA -র সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করলো।

10. 2023 ওয়ার্ল্ড র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপের মহিলা ইভেন্টে Koneru Humpy সিলভার মেডেল জিতলেন।

আরও পড়ুন:

Leave a Comment