কারেন্ট অ্যাফেয়ার্স 31st মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 31st March 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 31st মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 31st March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 31st মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 31st March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 31st মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 31st March 2024

1. Star Estate এর ম্যানেজিং ডিরেক্টর Vijay Jain সম্প্রতি Times Power Icon 2024 আওয়ার্ড জিতলো।

2. নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের পরবর্তী চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর পদে Girija Subramanian কে নিযুক্ত করা হলো।

3. প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে Sharfuddoula ICC Elite Panel of Umpires -এ নিযুক্ত করা হলো।

4. মাইক্রোসফটের Windows এবং Surface Teams এর নেতৃত্ব দিতে চলেছেন Pavan Davuluri.

5. স্কুল অফ নাভাল ওসানোলজি & মেটিওরোলজি এবং ইন্ডিয়ান নাভাল মেটিওরোলজিক্যাল অ্যানালিসিস সেন্টার METOC সেমিনার ‘Meghayan-24 এর আয়োজন করলো।

6. অর্থনীতিতে নবজাগরণের পথিকৃৎ সাইকোলজিস্ট Daniel Kahneman 90 বছর বয়সে প্রয়াত হলেন।

7. বিখ্যাত তামিল অভিনেতা আল্লু অর্জুনের মোমের মূর্তি দুবাইয়ের Madame Tussauds মিউজিয়ামে স্থান পেলো।

8. প্রতি বছর 30 শে মার্চ International Day of Zero Waste পালিত হয়।

9. ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্সের পরবর্তী চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিতে চলেছেন Bhupesh Sushil Rahul.

10. স্পেস সেক্টরের এডভান্সমেন্ট বুস্ট করতে SIA-India এবং ABRASAT চুক্তি স্বাক্ষর করলো।

আরও পড়ুন:

Leave a Comment