বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd আগস্ট 2024 | Bengali Current Affairs 3rd August 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 3rd August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 3rd August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd আগস্ট 2024 | Bengali Current Affairs 3rd August 2024

1. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলুমিনিয়াম উৎপাদক দেশ হিসেবে নজির গড়লো ভারত।

2. নেলসন ম্যান্ডেলা লিগাসি সাইট গুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

3. গ্লোবাল ট্রাডিশনাল মেডিসিন সেন্টারের জন্য ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চুক্তি স্বাক্ষর করলো।

4. প্রাক্তন ভারতীয় ক্রিকেটের এবং কোচ Anshuman Gaekwad 71 বছর বয়সে প্রয়াত হলেন।

5. Yuga Yugeen Bharat Museum এর জন্য যুগান্তকারী ইভেন্ট হোস্ট করলো নতুন দিল্লী।

6. ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল থেকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি সার্টিফিকেট পেলো কাশ্মীর শহর।

7. IIT-খড়গপুর থেকে সম্মানীয় ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো গুগল CEO সুন্দর পিচাইকে।

8. রাজ্যসভার MP Parimal Nathwani নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘Call of the Gir’.

9. প্রতিবছর 1 – 7 ই আগস্ট World Breastfeeding সপ্তাহ পালন করা হয়।

10. প্যারিস অলিম্পিক 2024 -এ পুরুষদের 50m রাইফেলে (3 Positions) Swapnil Kusale ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন:

Leave a Comment