দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2024 | Current Affairs 1st September 2024

5/5 - (1 vote)

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs 1st September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2024 | Current Affairs 1st September 2024

1. প্যারালিম্পিক 2024 -এ মহিলাদের 10m এয়ার রাইফেল স্ট্যান্ডিংয়ে Mona Agrawal ব্রোঞ্জ পদক জিতলেন।

2. Dhulikhel নেপালের প্রথম ‘Healthy City’ এবং এশিয়ার দ্বিতীয় Healthiest City -র তকমা পেলো।

3. Tourism & Hospitality Skill Council (THSC) এবং Visa নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করলো।

4. দশটি দেশের Humanitarian Crises -এর জন্য $100 মিলিয়ন অর্থ বরাদ্দ করলো UN.

5. মাস্টারকার্ড সম্প্রতি ভারতে Payment Passkey Service চালু করলো।

6. চারটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ NHPC, Solar Energy Corporation of India (SECI), Railtel Corporation of India (RCIL), এবং Satluj Jal Vidyut Nigam (SJVN) নবরত্ন -এর স্ট্যাটাস পেলো।

7. ডিফেন্স পেনশনউপভোক্তা ও তাদের পরিবারের জন্য ভারতীয় সেনাবাহিনী Project NAMAN লঞ্চ করলো।

8. স্প্যানিশ নৌ-জাহাজ Atalaya এর সাথে Maritime Partnership Exercise (MPX) সম্পন্ন করলো ভারতের INS Tabar.

9. ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য UCO Bank এবং Cent Bank Home Finance Ltd -এর উপর ফাইন চাপালো RBI.

10. ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিলেন IAS অফিসার Dr. T.V. Somanathan, এর আগে এই পদে ছিলেন Rajiv Gauba.

আরও পড়ুন:

Leave a Comment