প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 19th February 2024

Rate this post

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 19th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 19th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 19th February 2024

1. Gulzar এবং Jagadguru Rambhadracharya কে সম্মানীয় জ্ঞানপিঠ পুরস্কার 2023 সম্মানে সম্মানিত করা হলো।

2. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতি হিসেবে Nawaf Salam কে নির্বাচিত করা হলো।

3. একই লিঙ্গের বিবাহ এবং একই লিঙ্গের বিবাহিত যুগলের পিতৃক অধিকারের মান্যতা দিলো গ্রিস।

4. 19 তম ব্যাংকিং টেক কনফারেন্সে সিটি ইউনিয়ন ব্যাংক 7 টি পুরস্কার জিতলো।

5. লেজেন্ডারি ‘dum pukht’ chef ইমতিয়াজ কুরেশি 93 বছর বয়সে প্রয়াত হলেন।

6. ডিজিটাল কো-অপারেশনের উপর ভারত এবং কলম্বিয়া চুক্তি স্বাক্ষর করলো।

7. দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 500 টি উইকেট সংগ্রহ করলেন রবিচন্দ্রন অশ্বিন।

8. ফুড প্রসেসিং মন্ত্রী শ্রী পশুপতি কুমার পরশ সম্প্রতি ‘SUFALAM: Start-Up Forum for Aspiring Leaders and Mentors Startup Conclave 2024’ এর উদ্বোধন করলেন।

9. আইআইটি ভুবনেশ্বর রিসার্চ এন্ড এন্ত্রাপ্রিনিউরশিপ পার্কের সাথে টাটা স্টিল চুক্তি স্বাক্ষর করলো।

10. ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম 2024 এর 16 তম কনফারেন্স কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন:

Leave a Comment