Daily Bengali Current Affairs 27th January 2023 – 27th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

Daily Bengali Current Affairs 27th January 2023: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs in Bengali 2023 (27th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Daily Bengali Current Affairs 27th January 2023 – 27th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. প্রতি বছর 26 শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride in Customs’, এছাড়া গত 24 শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হলো, এবছরের থিম – ‘to invest in people, prioritize education’.

2. পদ্ম বিভূষন 2023 সম্মান পেলেন বালকৃষ্ণ দোশী (মরণোত্তর), জাকির হোসেন, এস এম কৃষ্ণ, দিলীপ মহালানবিশ, শ্রীনিবাস বর্ধন এবং মুলায়ম সিং যাদব (মরণোত্তর)।

3. ভারত-পাকিস্তান বর্ডার জুড়ে ‘Ops Alert’ নামক অনুশীলনের আয়োজন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF).

4. ড. প্রভা আত্রে কে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

5. সিদ্ধার্থ শর্মা কে টাটা ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করা হলো।

6. 10,000 মহিলা কে ‘Cyber Sanginis’ হিসেবে প্রশিক্ষণ দিতে চলেছে OPPO India এবং কমন সার্ভিস সেন্টার।

7. এয়ার স্টাফের প্রাক্তন ভাইস চিফ এয়ার মার্শাল হারজিত সিং 61 বছর বয়সে প্রয়াত হলেন।

8. আর বিষ্ণু প্রসাদ কে most distinguished scientist অফ দি ইয়ার আওয়ার্ড 2022 এ সম্মানিত করা হলো।

9. ক্যালিফোর্নিয়া থেকে 51 টি স্টারলিঙ্ক স্যাটেলাইট লঞ্চ করলো SpaceX.

10. অধ্যাপক ভারত ভাস্কর কে IIM আহমেদাবাদ এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment