Daily Current Affairs In Bengali 8th March 2023 – 8th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

8th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs In Bengali 8th March 2023 (8th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Daily Current Affairs In Bengali 8th March 2023 – 8th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. 7 ই মার্চ পঞ্চম জন ঔষধি দিবস পালিত হল, এবছরের থিম – Jan Aushadhi – Sasti bhi Acchi bhi.

2. অলিম্পিকের সিলভার পদক জয়ী মিরাবাই চানু BBC ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দি ইয়ার 2022 আওয়ার্ড জিতলেন।

3. এশিয়া-প্যাসিফিকের পরিষ্কারতম এয়ারপোর্ট গুলির মধ্যে দিল্লী আন্তর্জাতিক এয়ারপোর্ট স্থান পেলো।

4. অল ইন্ডিয়া ওমেন’স লোক কলা কনফারেন্স 2023 মুম্বাইতে আয়োজিত হতে চলেছে।

5. মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা লঞ্চ করলেন উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

6. বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং UN ওমেন ইন্ডিয়া FinEMPOWER প্রোগ্রাম লঞ্চ করলো।

7. ইন্দো-ফ্রান্স যৌথ মিলিটারি অনুশীলন FRINJEX – 23 তিরুবনন্তপুরমে শুরু হতে চলেছে।

8. নতুন কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস হিসেবে দায়িত্ব নিলেন এস এস দুবে।

9. গ্রাহকদের জন্য কোয়ান্টাম কম্পিউটিং আনার জন্য HCL টেকনোলজিস এবং মাইক্রোসফট জোটবদ্ধ হলো।

10. US পরিচালিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অনুশীলন 2023 এ ভারতীয় যুদ্ধজাহাজ INS Trikand অংশগ্রহণ করলো।

আরও পড়ুন:

Leave a Comment