কারেন্ট অ্যাফেয়ার্স 13th এপ্রিল 2024 | Gksolve Bengali Current Affairs 13th April 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 13th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 13th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 13th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 13th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 13th এপ্রিল 2024 | Gksolve Bengali Current Affairs 13th April 2024

1. ভারতে ইউকে -এর প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে Lindy Cameron কে নিযুক্ত করা হলো।

2. নিউজিল্যান্ডের প্রাক্তন লেগ স্পিনার Jack Alabaster 93 বছর বয়সে প্রয়াত হলেন।

3. QS World University Rankings by Subject 2024 এ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি শীর্ষস্থান অধিকার করলো।

4. নেপালে UPI প্রমোট করতে eSewa এবং HAN Pokhara এর সাথে জোটবদ্ধ হলো PhonePe.

5. SJVN লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সুশীল শর্মাকে নিযুক্ত করা হলো।

6. রোগ নির্ণয়ের জন্য অভিনব পন্থা ন্যানো-সেন্সরের উন্মোচন করলো আইআইটি যোধপুর।

7. এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে উদিত সিলভার পদক এবং অভিমন্যু ও ভিকি এককভাবে ব্রোঞ্জ পদক জিতলো।

8. সিকিমে অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ট্রেনিং (ATGM) অনুশীলন সম্পন্ন করলো ভারতীয় সেনাবাহিনী।

9. পাকিস্তানের সেনেট চেয়ারম্যান পদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নির্বাচিত করা হলো।

10. গত 11 ই এপ্রিল World Parkinson’s দিবস পালিত হলো।

আরও পড়ুন:

Leave a Comment