কারেন্ট অ্যাফেয়ার্স 24th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 24th March 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 24th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 24th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 24th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 24th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 24th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 24th March 2024

1. WTT Feeder সিরিজে প্রথম ভারতীয় হিসেবে পুরুষ একক ট্রফি জিতলো Sathiyan Gnanasekaran.

2. Surat Diamond Bourse এর চেয়ারম্যান পদে Govind Dholakia কে নিযুক্ত করা হলো।

3. প্যারিস অলিম্পিক 2024 এ ভারতের পতাকা বাহক হতে চলেছেন প্রখ্যাত টেনিস খেলোয়াড় শরৎ কমল।

4. প্রতি বছর 23 শে মার্চ শহীদ দিবস (Martyr’s Day) পালন করা হয়, এছাড়া এই দিনটিতে World Meteorological Day পালন করা হয়, এবছরের থিম – ‘At the Frontline of Climate Action’.

5. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) কে Aviation Week Laureates আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

6. কো-অপারেটিভ রিলেশনের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এবং Europol চুক্তি স্বাক্ষর করলো।

7. ডিজিটাল নিউজ পাবলিশার্স অর্গানাইজেশন (DNPA) এর নতুন চেয়ারপার্সন পদে Mariam Mammen Mathew কে নিযুক্ত করা হলো।

8. অস্ট্রেলিয়ার SSN-AUKUS সাবমেরিন গড়ে তোলার জন্য ইউএস, ইউকে এবং অস্ট্রেলিয়া AUKUS পার্টনারশিপ করলো।

9. TRILAT-2024 সামুদ্রিক অনুশীলনের জন্য ভারত, মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে হাত মেলালো।

10. ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন Naveen Jindal.

আরও পড়ুন:

Leave a Comment