কারেন্ট অ্যাফেয়ার্স 6th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 6th March 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 6th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 6th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 6th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 6th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 6th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 6th March 2024

1. উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের শিশুদের শিক্ষায় সাহায্য করতে REC লিমিটেড এবং UNISED জোটবদ্ধ হলো।

2. তামিলনাড়ুর কালপক্কমে ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি Prototype Fast Breeder Reactor স্থাপন করা হলো।

3. স্টেইনলেস স্টিল সেক্টরে দেশের প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্টের উন্মোচন করলেন কেন্দ্রীয় স্টিল মন্ত্রী Jyotiraditya M. Scindia.

4. কটকের Rupa Tarakasi সম্প্রতি জিওগ্রাফিক্যাল ট্যাগ (GI) অর্জন করলো।

5. বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) প্রথম মহিলা স্নাইপার হিসেবে সাব-ইন্সপেক্টর সুমন কুমারি ইতিহাস গড়লেন।

6. ডিফেন্স ইনোভেশনকে গতি প্রদান করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং Acing Development of Innovative Technologies with iDEX (ADITI) স্কীম লঞ্চ করলেন।

7. চারদিন ব্যাপী অল ইন্ডিয়া রিসার্চ স্কলার’স সামিট 2024 হোস্ট করলো আইআইটি মাদ্রাস।

8. বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে Brajesh Mehrotra কে নিযুক্ত করা হলো।

9. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি রাজ্যের যুব এন্ত্রাপ্রিনিউরদের জন্য ‘MYUVA Scheme’ লঞ্চ করলেন।

10. BPCL এর পেট্রোল ভ্যারিয়েন্ট ‘Speed’ এর জন্য ব্র্যান্ড আম্বাসাডর হতে চলেছেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া।

আরও পড়ুন:

Leave a Comment