দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th সেপ্টেম্বর 2024 | Gksolve Current Affairs 8th September 2024

5/5 - (1 vote)

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Current Affairs 8th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Current Affairs 8th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th সেপ্টেম্বর 2024 | Gksolve Current Affairs 8th September 2024

1. পঞ্চম ভারত-মালদ্বীপ ডিফেন্স কো-অপারেশন ডায়ালগ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে।

2. নতুন দিল্লীতে ভারতের শিক্ষা মন্ত্রক ‘Spectrum of Literacy’ নামক আন্তর্জাতিক কনফারেন্স হোস্ট করলো।

3. ওড়িশার চাঁদিপুর থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল Agni – 4 -এর সফল পরীক্ষণ সম্পন্ন হলো।

4. পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% আসন বরাদ্দ করলো রাজস্থান।

5. সম্প্রতি মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং Khel Utsav 2024 -এর আয়োজন করলো।

6. সুপার Typhoon Yagi দক্ষিণ-পূর্ব এশিয়ার বুকে আছড়ে পড়ে ক্ষতি সাধন করলো।

7. লন্ডনের St James’s Park -এ Queen Elizabeth II -এর জন্য জাতীয় মেমোরিয়াল স্থাপনের ঘোষণা করলো ব্রিটিশ সরকার।

8. ভারত এবং ফ্রেঞ্চ নেভির মধ্যে 21 তম নৌ-অনুশীলন Varuna সম্পন্ন হলো।

9. প্রতিবছর 7 ই সেপ্টেম্বর International Day of Police Cooperation পালিত হলো।

10. প্যারালিম্পিক 2024 -এ ভারতীয় এথলিট Hokato Hotozhe Sema শট পুট F57 Class -এ ব্রোঞ্জ পদক জিতলেন।

আরও পড়ুন:

Leave a Comment