National Current Affairs 2nd March 2023 – 2nd মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

2nd মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily National Current Affairs 2nd March 2023 (2nd মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

National Current Affairs 2nd March 2023 – 2nd মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. নিউক্যাসেল ইউনাইটেড কে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড Carabao Cup খেতাব 2023 জিতলো।

2. প্রতিবছর 1 লা মার্চ Zero Discrimination Day পালিত হয়, এবছরের থিম – ‘Save lives: Decriminalise’.

3. খুব শীঘ্রই মরিশাস, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী তে ভারতের UPI সিস্টেম চালু হতে চলেছে।

4. GIL-Chemicals Business এর চিফ এক্সিকিউটিভ অফিসার-Designate পদে বিশাল শর্মা কে নিযুক্ত করা হলো।

5. ট্রেড ফাইন্যান্সের জন্য RBL ব্যাংক এবং EXIM ব্যাংক চুক্তি স্বাক্ষর করলো।

6. শ্রেষ্ঠ এডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন আওয়ার্ড জিতলো জম্মু-কাশ্মীর।

7. UAE তে অনুষ্ঠিত Desert Flag VIll অনুশীলনে ভারতের LCA Tejas অংশগ্রহণ করতে চলেছে।

8. মুম্বাইয়ের চার্চগেট রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে RBI এর প্রথম গভর্নরের নামে চিন্তামনরাও দেশমুখ স্টেশন রাখা হলো।

9. প্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে রাজেশ মালহোত্রা কে নিযুক্ত করা হলো।

10. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) ডিজিটাল প্লাটফর্ম Grievance Appellate Committee লঞ্চ করলো।

আরও পড়ুন:

Leave a Comment