17th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Daily Current Affairs 17th April 2023 @gksolve.in

Rate this post

17th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Bengali Daily Current Affairs 17th April 2023 @gksolve.in (17th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

আরও ডাউনলোড করুন:

17th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Daily Current Affairs 17th April 2023 @gksolve.in

1. প্রতি বছর 16 ই এপ্রিল Save the Elephant Day পালিত হয়, এবছরের থিম – ‘Safeguarding Elephant Habitats for a Sustainable Tomorrow’, এছাড়াও এই দিনটিতে World Voice Day পালিত হয়।

2. বৃহস্পতি গ্রহ নিয়ে গবেষণার জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি JUICE (JUpiter ICy moons Explorer) মিশন লঞ্চ করলো।

3. কর্ণাটক ব্যাংকের অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে শেখর রাও কে নিযুক্ত করা হলো।

4. ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) নাগার্জুনসাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভের সাথে চুক্তি স্বাক্ষর করলো।

5. গ্লোবাল কনফারেন্স অন কম্প্রেসড বায়োগ্যাস নতুন দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে।

6. জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী উত্তরা বাওকার 79 বছর বয়সে প্রয়াত হলেন।

7. UN এর মতে 2023 এ ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.6% থেকে কমে 6% হতে চলেছে।

8. উত্তরাখন্ড সরকার সম্প্রতি A-HELP (Accredited Agent for Health and Extension of Livestock Production) প্রোগ্রাম লঞ্চ করলো।

9. জল সংরক্ষণের জন্য 49 টি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করলো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCC).

10. HDFC ব্যাংক Export-Import Bank of Korea এর সাথে $300 মিলিয়ন লাইন অফ ক্রেডিট চুক্তি স্বাক্ষর করলো।

আরও পড়ুন: