Current Affairs For RRB NTPC 23rd January 2023 – 23rd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

Current Affairs For RRB NTPC 23rd January 2023: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs in Bengali 2023 (23rd জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Current Affairs For RRB NTPC 23rd January 2023 – 23rd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. নেটফ্লিক্স সংস্থার সহকারী চিফ এক্সিকিউটিভ অফিসার (Co-CEO) Reed Hastings নিজের পদ থেকে পদত্যাগ করলেন।

2. শুটিং ওয়ার্ল্ড কাপ 2023 এর অ্যাডমিনিষ্ট্রেটর হিসেবে প্রাক্তন বিচারপতি এ কে সিকরি কে নিযুক্ত করা হলো।

3. আয়ুষ্মান ভারতের সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কীম কে সংযুক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

4. Global 500 – 2023 রিপোর্ট অনুযায়ী ভারতের Jio বিশ্বে নবম স্থান অধিকার করলো।

5. পঞ্চম কালভেরি ক্লাস সাবমেরিন ‘Vagir’ ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হতে চলেছে।

6. ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক ইনক্লুসিভ ফাইন্যান্স ইন্ডিয়া আওয়ার্ড 2022 জিতলো।

7. CSR এর পার্ট হিসেবে রোড সেফটি কে প্রমোট করতে চলেছে SBI জেনারেল ইন্সুরেন্স।

8. ন্যাশনাল হেলথ অথরিটির ডিরেক্টর হিসেবে প্রবীণ শর্মা কে নিযুক্ত করা হলো।

9. আমেরিকান লোকসংগীত-রকগানের জনক David Crosby 81 বছর বয়সে প্রয়াত হলেন।

10. বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তির তকমা পেলেন 115 বছর বয়সী স্পেনের Branyas Morera.

আরও পড়ুন:

Leave a Comment