Recent Current Affairs 22nd January 2023 – 22nd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

Recent Current Affairs 22nd January 2023: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs in Bengali 2023 (22nd জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Recent Current Affairs 22nd January 2023 – 22nd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. উপজাতি সম্প্রদায় কে বেসিক ডকুমেন্ট প্রদানকারী দেশের প্রথম জেলা হলো কেরলের Wayanad.

2. Jacinda Ardern কে সরিয়ে নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন Chris Hipkins.

3. মালদ্বীপে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারের জন্য অতিরিক্ত $ 40 মিলিয়ন অর্থ সাহায্য প্রদান করলো ভারত।

4. Nick Walker কে Cairn Oil & Gas এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হলো।

5. কর্ণাটক এবং মহারাষ্ট্রে ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6. ভারত-ইজিপ্টের যৌথ ট্রেনিং অনুশীলনের প্রথম সংস্করণ ‘Exercise Cyclone – I’ রাজস্থানে শুরু হলো।

7. লক্ষণ রাওয়াত ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া স্নুকার ওপেন ক্রাউন 2023 জিতলো।

8. ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে বৃহত্তম হিউম্যান রেড রিবন শৃঙ্খল তৈরি করলো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO).

9. R. Kaushik এবং R. Sridhar নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘COACHING BEYOND: My Days with the Indian Cricket Team’.

10. সেন্টার ফর মেরিটাইম ইকোনমি এন্ড কানেকটিভিটি স্থাপনের জন্য ইন্ডিয়ান পোর্টস এসোসিয়েশন (IPA) এবং রিসার্চ এন্ড ইনফরমেশন সিস্টেম (RIS) চুক্তি স্বাক্ষর করলো।

আরও পড়ুন:

Leave a Comment