দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুলাই 2024 | Daily Current Affairs 3rd July 2024

Rate this post

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs 3rd July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs 3rd July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুলাই 2024 | Daily Current Affairs 3rd July 2024

1. প্রতিবছর 2 রা জুলাই World Sports Journalists দিবস পালন করা হয়, এছাড়া গত 1 লা জুলাই National Chartered Accountant দিবস পালন করা হলো।

2. ভারতের প্রাক্তন মিডফিল্ডার Bhupinder Singh Rawat সম্প্রতি 85 বছর বয়সে প্রয়াত হলেন।

3. 10 ম Leon Masters Chess চ্যাম্পিয়নশিপ জিতলেন প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।

4. T.Raja Kumar -এর সভাপতিত্বে ষষ্ঠ এবং অন্তিম FATF Plenary সিঙ্গাপুরে সম্পন্ন হলো।

5. আর্মি স্টাফের 30 তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

6. H3 রকেটের মাধ্যমে ‘DAICHI – 4’ নামক অ্যাডভান্সড ল্যান্ড অবজার্ভেশন স্যাটেলাইট লঞ্চ করলো জাপান।

7. অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন মার্সিডিজ চালক George Russell.

8. মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হলেন IAS অফিসার সুজাতা সৌনিক।

9. কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভুবন পঞ্চায়েত (ভার্সন – 4.0) এবং ন্যাশনাল ডেটাবেস ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (ভার্সন – 5.0) লঞ্চ করলেন।

10. মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স সম্প্রতি ‘Safai Apnao, Bimaari Bhagao’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

আরও পড়ুন:

Leave a Comment