দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুলাই 2024 | Current Affairs In Bengali 2nd July 2024

Rate this post

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2nd July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs In Bengali 2nd July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুলাই 2024 | Current Affairs In Bengali 2nd July 2024

1. ভারতের গ্রীন হাইড্রোজেন প্রজেক্টকে সাহায্য করতে বিশ্ব ব্যাংক 1.5 বিলিয়ন লোনের মান্যতা দিলো।

2. রুরাল এবং সেমি-আরবান মার্কেটের জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া “Union Premier” ব্রাঞ্চ চালু করলো।

3. $ 28.6 বিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে ভারতের সবথেকে দামি ব্রান্ডের তকমা পেলো টাটা গ্রুপ।

4. বর্ধিত ডেটা অ্যাকসেসের জন্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (MoSPI) eSankhyiki পোর্টাল লঞ্চ করলো।

5. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এর নতুন চেয়ারম্যান হিসেবে রবি আগারওয়াল কে নিযুক্ত করা হলো, এর আগে দায়িত্বে ছিলেন নীতিন গুপ্ত।

6. প্রতি বছর 1 লা জুলাই গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স (GST) দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবেও পালিত হয়।

7. আজ থেকে চালু হলো তিনটি নতুন ক্রিমিনাল আইন Bharatiya Nyaya Sanhita, 2023, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 এবং Bharatiya Sakshya Adhiniyam, 2023.

8. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Challa Sreenivasulu Setty.

9. ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি হিসেবে প্রাক্তন পর্তুগীজ প্রধানমন্ত্রী Antonio Costa কে নিযুক্ত করা হলো।

10. 2030 সালের মধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশন ধ্বংস করার জন্য $843 মিলিয়ন অর্থের NASA কন্ট্রাক্ট জিতলো SpaceX.

আরও পড়ুন:

Leave a Comment