Gk Current Affairs In Bengali 25th March 2023 – 25th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

25th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Gk Current Affairs In Bengali 25th March 2023 (25th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Gk Current Affairs In Bengali 25th March 2023 – 25th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. BharatPe সহ-প্রতিষ্ঠাতা Ashneer Grover ক্রিকেট ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ ‘CrickPe’ লঞ্চ করলেন।

2. BRICS নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) নতুন সদস্য হলো Egypt.

3. প্রতি বছর 24 শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Yes! We can end TB!’.

4. গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) ‘Most Silent Ship’ INS Androth লঞ্চ করলো।

5. ইলেক্ট্রলাইজার উৎপাদনের জন্য Larsen & Toubro (L&T) এবং ফ্রান্সের McPhy Energy চুক্তি স্বাক্ষর করলো।

6. হুরুন রিসার্চ প্লাটফর্মের তৈরি World’s Top 10 Billionaires তালিকায় মুকেশ আম্বানি নবম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছেন ইলন মাস্ক।

7. নেপালের ক্রিকেটার আসিফ শেখ 2022 ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স স্পিরিট অফ ক্রিকেট আওয়ার্ড জিতলো।

8. ভারত এবং সংযুক্ত রাজ্য (UK) এর মধ্যে যৌথ সামুদ্রিক অনুশীলন ‘Konkan’ আরবসাগরে সম্পন্ন হলো।

9. ভারত পুরুষ এবং মহিলা উভয় এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ খেতাব 2023 জিতলো।

10. ভারতীয় এয়ার ফোর্সের অপারেশন ক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড চুক্তি স্বাক্ষর করলো।

আরও পড়ুন:

Leave a Comment